বিভিন্ন প্রকার শিলা ও তাদের বৈশিষ্ট্য এবং নমুনার শনাক্তকরণ (types of rock & its characteristic and sample identification)
Alborigato
বিভিন্ন প্রকার শিলা ও তাদের বৈশিষ্ট্য এবং নমুনার শনাক্তকরণ (types of rock & its characteristic and sample identification)
বিভিন্ন প্রকার শিলা ও তাদের বৈশিষ্ট্য এবং নমুনার শনাক্তকরণ (types of rock & its characteristic and sample identification) ভূ-পৃষ্ঠ যেসব শিলা দ্বারা গঠিত সেগুলোর মূল উপাদান বিভিন্ন খনিজ। ভূতত্ত্ববিদগণের মতে দুই বা ততোধিক খনিজ পদার্থের সংমিশ্রণে যে পদার্থের সৃষ্টি হয় তাই শিলা। অবশ্য কোনও কোনও শিলা কেবলমাত্র একটি খনিজ দ্বারা গঠিত। পৃথিবীর উৎপত্তির পর থেকে বিভিন্ন সময়ে ক্রমান্বয়ে শিলাগুলো গঠিত হয়েছে এবং এখনও শিলার গঠন কাজ অবিরত চলছে: সুতরাং শিলা সম্বন্ধে বাস্তব জ্ঞান লাভ করতে হলে সর্বপ্রথম শিলা যেসব খনিজ উপাদানের সমন্বয়ে গঠিত, সেগুলো সম্বন্ধে বিশেষ পরিচয় থাকা প্রয়োজন। প্রকৃতপক্ষে, আমরা খনিজের জগতে বাস করছি। বিভিন্ন প্রকার খনিজ পদার্থ মানুষের শরীরের পুষ্টি সাধন করে। পশু-পাখি, উদ্ভিদ, মানুষ ও অন্যান্য জীবজন্তুর জীবন নিয়ন্ত্রণকারী মাটি বিভিন্ন খনিজ ও শিলার মিশ্রণ মাত্র। উৎপত্তি ও গঠন অনুসারে শিলাসমূহকে প্রধান তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। যথা- আগ্নেয় শিলা (igneous rocks) পাললিক শিলা (sedimentary rocks) রূপান্তরিত শিলা (metamorphic rocks) Specimen No.-1: GRANITE উৎপত্তি গ্রানাইট উদবেদী আগ্নেয় শিলার…