পরিবহন জালিকা বিশ্লেষণ(Transport Network Analysis)
পরিবহন জালিকা বিশ্লেষণ(Transport Network Analysis) দূরত্বের ধারণা (concept of distance) পরিবহনের ক্ষেত্রে দূরত্বের ধারণা একান্ত জরুরী। দূরত্ব বলতে দুটি বস্তুর মধ্যবর্তী দেশকে বোঝায়। অর্থাৎ distance is a space or interval between two things আবার, দূরত্ব হল যেকোনো দুটি নির্দিষ্ট বিন্দুর (fixed points) মধ্যবর্তী আপেক্ষিক অবস্থান (relative position)। দূরত্বকে সম্পর্কের (relationship) দৃষ্টিকোণ থেকেও দেখা যায়। সেক্ষেত্রে দূরত্ব (distance) হল দুটি বস্তুর মধ্যে এক বিশেষ ধরনের সম্পর্ক বা সম্বন্ধ, যাকে পরিমাপ করা যায় এবং প্রকাশ করা যায়। এই সম্পর্ক অর্থনৈতিক, সময়ভিত্তিক, জ্যামিতিক ইত্যাদি নানা রকমের হতে পারে। বিভিন্ন ধরনের দূরত্ব (types of distance) চরম দূরত্ব বা সুনিশ্চিত দূরত্ব (absolute distance): আলোচ্য দূরত্ব হল দুটি নির্দিষ্ট স্থানের মধ্যবর্তী পরিমাপযোগ্য দূরত্ব, যাকে যেকোনো দূরত্ববোধক এককের সাহায্যে প্রকাশ করা যায়, যেমন কিলোমিটার-মিটার-সেন্টিমিটার এককে মাপা দূরত্ব অথবা মাইল-গজ-ফুট-ইঞ্চির ভিত্তিতে পরিমাপ করা দূরত্ব। কোনো ব্যাপক প্রাকৃতিক বিপর্যয় ছাড়া চরম দূরত্বকে পরিবর্তন করা যায় না। আপেক্ষিক দ…