নদীর পর্যায় ক্রম নির্ণয় ও দ্বি-বিভাজন অনুপাত (stream ordering and bifurcation ratio)
নদীর পর্যায় ক্রম নির্ণয় ও দ্বি-বিভাজন অনুপাত (stream ordering and bifurcation ratio) ধারণা (Concept) নদী প্রবাহ বিশ্লেষণের জন্য মূল নদী এবং উপনদীগুলোর সমন্বয়ে গঠিত এলাকাকে কয়েকটি পর্যায় ক্রমে (order) বিভক্ত করাকে নদী পর্যায় ক্রম বলে। নদী পর্যায় ক্রম বিশ্লেষণের মাধ্যমে একটি নদী অববাহিকার গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের জল প্রকৌশলী Robert E. Horton 1945 সালে সে দেশের একটি নদী অববাহিকাকে কেন্দ্র করে গবেষণা পরিচালনার সময় সব নদীর পর্যায় ক্রম সম্বন্ধে ধারণা দেন। হটন একটি নদী অববাহিকা এলাকায় বিভিন্ন নদীর সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে হর্টন নদীগুলোর মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক নির্ধারণ করেন। তিনি প্রথমে সম্পূর্ণ অববাহিকা এলাকার সব কয়টি নদীকে কয়েকটি পর্যায় অনুসারে বিভক্ত করেন। এই নির্দিষ্ট পর্যায়গুলোকে নদী পর্যায় ক্রম (stream Ordering) বলা হয়। নদীর মোহনা থেকে উৎসের দিকে উপনদী ও প্র-উপনদীর সংখ্যা বাড়তে থাকে ও সঙ্গম বরাবর দ্বি-বিভাজিত হতে থাকে। বিভিন্ন পর্যায়ের নদীতে হর্টন সেই দ্বি-বিভাজিত নদীগুলির বৃদ্ধির হার নির্ণয়ের জন্য একটি সূত্র তৈরি করেন। একটি নির্দিষ্ট পর্…