প্লেন টেবিল সার্ভে (PLANE TABLE SURVEY)

Alborigato
প্লেন টেবিল সার্ভে (PLANE TABLE SURVEY)
প্লেন টেবিল সার্ভে (PLANE TABLE SURVEY) সংজ্ঞা (definition) সমতল টেবিলের সাহায্যে যে জরিপ করা হয় তাকে সমতল টেবিল জরিপ বা প্লেন টেবিল সার্ভে বলে। বৈশিষ্ট্য (characteristics) 1.প্লেন টেবিল জরিপ এক ধরনের লৈখিক (graphical) পদ্ধতির জরিপ ব্যবস্থা যেখানে জরিপ ক্ষেত্রের অন্তর্গত খুঁটিনাটি বস্তুসমূহকে পরিমাপ করার সঙ্গে সঙ্গে তাদের কাগজে প্লট করে নকশা তৈরি করা হয়। 2.এই পদ্ধতি অত্যন্ত সহজ এবং একমাত্র পদ্ধতি যার খসড়া মানচিত্রটি জরিপ ক্ষেত্রেই তৈরি করা যায়। 3.এই পদ্ধতিতে সহজেই বৃহৎ স্কেলের মানচিত্র প্রস্তুত করা যায়। 4.এই জরিপ ব্যবস্থায় কোনো ফিল্ড বুক বা ফিল্ড নোট লাগে না। 5.এই জরিপের ক্ষেত্র খোলা প্রান্তর হলে ভালো হয়। কারণ,এর ফলে চারিদিক পরিস্কারভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়। 6.প্লেন টেবিল জরিপের নীতিটি সদৃশ ত্রিভুজ গঠনের নীতির ওপর প্রতিষ্ঠিত। 7.এই জরিপের ক্ষেত্রে স্টেশন ও অবজেক্ট-এর মধ্যে সংযোগকারী রেখার সমান্তরাল বরাবর খাতায় অবজেক্ট এবং স্টেশনের মধ্যে ট্রেভার্স অস্ত্রব্ধপ্রেত্রহ্মপ্রভ অঙ্কন করা হয়। 8.এই পদ্ধতির দ্বারা ভূ-পৃষ্ঠের ওপর অবস্থিত কোন অবজেক্টের আপেক্ষিক অবস্থান নির্ণয় করা হয়। উপকরণ (equipment): প্লে…

একটি মন্তব্য পোস্ট করুন