ভূমিরূপ পরিলেখ-এর গঠন ও ব্যাখ্যা(construction and interpretation of relief profiles)

Alborigato
ভূমিরূপ পরিলেখ-এর গঠন ও ব্যাখ্যা(construction and interpretation of relief profiles) ভূমিকা (introduction): ভূ-পৃষ্ঠের বিভিন্ন বৈশিষ্ট্যগুলিকে প্রথমে গাণিতিক বিশ্লেষণ করে জ্যামিতিক পদ্ধতিতে তার চিত্র অঙ্কন করাই হল হুরূপমিতি (morphometry)। যেমন- পরিলেখ বিমিশ্র পরিলেখ অধ্যারোপিত পরিলেখ ব্যবচ্ছেদের সূচক নদীর ক্রমবিন্যাস প্রভৃতি। সারিবদ্ধ পরিলেখ অভিক্ষিপ্ত পরিলেখ আপেক্ষিক উচ্চতা নদীর ঘনত্ব সংজ্ঞা (definition): ① সমোন্নতি রেখা মানচিত্রে একটি সরলরেখা বরাবর উল্লম্ব ছেদনের ফলে ওই রেখা বরাবর ভূ-পৃষ্ঠের দৈর্ঘ্য ও উচ্চতাযুক্ত দ্বিমাত্রিক চিত্রকে স্থানটির পরিলেখ বা পার্শ্বচিত্র (profile) বলে। ② ভূমির উচ্চতা ও ঢাল বোঝানোর জন্য সমোন্নতি রেখার ওপর প্রস্থচ্ছেদ অঙ্কন করে সমোন্নতি রেখার মান ও অবস্থান দেখিয়ে যে চিত্র অঙ্কন করা হয় তাকে পার্শ্বচিত্র (profile) বলে। ধরন (pattern): পরিলেখ-এর ধরন (pattern) চার রকমের যথা- সারিবদ্ধ পরিলেখ বা অনুক্রমিক (serial of profile) অধ্যারোপিত পরিলেখ (superimposed profile) অভিক্ষিপ্ত পরিলেখ (projected profile) বিমিশ্র পরিলেখ বা যৌগিক বা আকাশ রেখা পরিলেখ (composite profile or skyline profile) স…

একটি মন্তব্য পোস্ট করুন