ভূমিরূপ পরিলেখ-এর গঠন ও ব্যাখ্যা(construction and interpretation of relief profiles)
ভূমিরূপ পরিলেখ-এর গঠন ও ব্যাখ্যা(construction and interpretation of relief profiles) ভূমিকা (introduction): ভূ-পৃষ্ঠের বিভিন্ন বৈশিষ্ট্যগুলিকে প্রথমে গাণিতিক বিশ্লেষণ করে জ্যামিতিক পদ্ধতিতে তার চিত্র অঙ্কন করাই হল হুরূপমিতি (morphometry)। যেমন- পরিলেখ বিমিশ্র পরিলেখ অধ্যারোপিত পরিলেখ ব্যবচ্ছেদের সূচক নদীর ক্রমবিন্যাস প্রভৃতি। সারিবদ্ধ পরিলেখ অভিক্ষিপ্ত পরিলেখ আপেক্ষিক উচ্চতা নদীর ঘনত্ব সংজ্ঞা (definition): ① সমোন্নতি রেখা মানচিত্রে একটি সরলরেখা বরাবর উল্লম্ব ছেদনের ফলে ওই রেখা বরাবর ভূ-পৃষ্ঠের দৈর্ঘ্য ও উচ্চতাযুক্ত দ্বিমাত্রিক চিত্রকে স্থানটির পরিলেখ বা পার্শ্বচিত্র (profile) বলে। ② ভূমির উচ্চতা ও ঢাল বোঝানোর জন্য সমোন্নতি রেখার ওপর প্রস্থচ্ছেদ অঙ্কন করে সমোন্নতি রেখার মান ও অবস্থান দেখিয়ে যে চিত্র অঙ্কন করা হয় তাকে পার্শ্বচিত্র (profile) বলে। ধরন (pattern): পরিলেখ-এর ধরন (pattern) চার রকমের যথা- সারিবদ্ধ পরিলেখ বা অনুক্রমিক (serial of profile) অধ্যারোপিত পরিলেখ (superimposed profile) অভিক্ষিপ্ত পরিলেখ (projected profile) বিমিশ্র পরিলেখ বা যৌগিক বা আকাশ রেখা পরিলেখ (composite profile or skyline profile) স…