নদী অববাহিকার ভূ-রূপমিতি-র ধারণা (concept of river basin morphometry)

Alborigato
নদী অববাহিকার ভূ-রূপমিতি-র ধারণা (concept of river basin morphometry) নদী অববাহিকার অবস্থা জানতে গেলে তার ভূ-রূপমিতি জানা একান্ত প্রয়োজন। ভূ-রূপমিতি বা morphometry কি জানা দরকার। উত্তর হল জ্যামিতিক আকৃতিবিশিষ্ট কোন ভূমিরূপের বিশ্লেষণের যে সব পদ্ধতি ব্যবহার কার হয় তাকে আকার ভূ-রূপমিতি বলে। ক্লার্ক-এর ভাষায় (J. I. Clark, 1970) "morphometry may be defined as the measurement and mathematical analysis of the configuration of the earth's surface and of the shape and dimensions of its landformed." বস্তুতঃপক্ষে ভূ-রূপমিতির কোনো এলাকার পরিমাণ বাচক বিশ্লেষণ, উচ্চতা, আয়তন, ঢাল, ভূমিরূপের শরক্ষুন্ন এবং কোনো এলাকা নদী অববাহিকার বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত করে। ভূ-রূপমিতির দুটি স্বতন্ত্র শাখা আছে। ।) বন্ধুরতা ভূ-রূপমিতি (relief morphometry) এবং ঘ) নদীগঠিত ভূ-রূপমিতি (fluvial morphometry)। প্রথমটির মধ্যে রয়েছে ভূমিরূপ বৈশিষ্ট্যের বিশ্লেষণ, যাতে আমরা হিসামোমেট্রিক কার্ড বা বক্ররেখা, ক্লাইনোক্রাফিক কার্ড, আয়তন-উচ্চতা লেখচিত্র, অন্টিমেট্রিভ ফ্রিকোয়েন্সি, হিস্টোগ্রাম লেখচিত্র, অধ…

একটি মন্তব্য পোস্ট করুন