জেট প্রবাহের বৈশিষ্ট্য(Characteristic of Jet Stream)

Alborigato
জেট প্রবাহের বৈশিষ্ট্য(Characteristic of Jet Stream) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান বোমারু বিমানগুলি যখন জাপানে বোমাবর্ষণের জন্য যেত তখন তাঁদের চালক ভূপৃষ্ঠ থেকে প্রায় 9-12 কিমি উচ্চতায় বিমানের গতির সমান গতিবেগ সম্পন্ন পশ্চিম থেকে পূর্বগামী এক শক্তিশালী বায়ুপ্রবাহের অস্তিত্ব লক্ষ করেন। চারিদিকের ধীর বায়ুপ্রবাহের মাঝে এই অত্যন্ত শক্তিশালী প্রবাহ একটি নদীর মতো বিরাজ করে, তাই একে ইংরেজিতে Jet Stream বলা হয় (the jet stream is a river of wind that blow horizontally through the upper layer, generally from west to east at an altitude 9-12 km up.)। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ঊর্ধ্ববায়ুমণ্ডলে এই জেট বায়ুপ্রবাহ আবিষ্কৃত হয়। পরে সি. জি. রসবির (C. G. Rossby, 1939) অধীনে এই বিষয়ে গবেষণা শুরু হয় যা বর্তমানকালেও চলছে। জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ- 1. Jet Stream ক্রান্তীয় অঞ্চলের কিমি 15 কিমি-এর ওপর এবং উদ্বু নাতিশীতোয় অঞ্চলে 9-12 কিমি এবং শীতল নাতিশীতোয় অঞ্চলে ৪ কিমি উঁচু দিয়েও প্রবাহিত হয়। 2. ঊর্ধ্ববায়ুমণ্ডলে জেট স্ট্রিম ভূপৃষ্ঠের সঙ্গে প্রায় সমান্তরালে অক্ষরেখা বরাবর (along a qu…

একটি মন্তব্য পোস্ট করুন