মাপচিত্রের প্রকারভেদ (types of cartograms)
মাপচিত্রের প্রকারভেদ (types of cartograms) পরিসংখ্যানকে চিত্রে রূপায়ন বা প্রদর্শন করার বিভিন্ন পদ্ধতি প্রচলিত রয়েছে। এই পদ্ধতিগুলির মধ্যে প্রধান কয়েকটি পদ্ধতি হল- রেখা লেখচিত্র বা লাইন গ্রাফ (line graph)-যেমন- [1] Simple line graph [2] Polygraph [3]Band graph [4] Climograph [5]Hythergraph [6] Ergograph স্তম্ভ লেখচিত্র বা স্তন্ত-চিত্র (Bar graph or Bar diagram)- যেমন, [i] Simple bar graph, [ii] Comparative bargraph, [iii] Compound bar graph, [iv] Pyramid graph বিন্দু মানচিত্র বা বিন্দু চিত্র (dot map or dot diagram) বিন্দু মানচিত্রের ধারণা (concept of dot map) ভৌগলিক উপাদান (রাশিতথ্য) বন্টনের (distribution) প্রকৃতি বিক্ষিপ্ত (random) বা এলোমেলো হলে বিন্দু মানচিত্রের মাধ্যমে প্রকাশ বা প্রদর্শন করা হয়। কিন্তু ভৌগোলিক উপাদানের (রাশিতথ্য) বন্টন প্রকৃতি সমান (squal) হলে কোরোপ্লেথ মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। বিন্দু বা হল একটি প্রতীক চিহ্ন। বিন্দু বা ডট-এর সাহায্যে বিশেষ সংখ্যার পরিমাপ দেখানো হয়। বণ্টন মানচিত্র তৈরিতে বিন্দু বা ডট মানচিত্র বিশেষ উপযোগী। এই প্রতীক চ…