বিষয়ভিত্তিক মানচিত্র অঙ্কন কৌশল(Thematic Mapping Techniques)

Alborigato
বিষয়ভিত্তিক মানচিত্র অঙ্কন কৌশল(Thematic Mapping Techniques) বিষয়ভিত্তিক মানচিত্রের ধারণা (concept of thematic map) মানচিত্রবিদ্যার (কার্টোগ্রাম) উদ্ভব এবং তার বর্তমান রূপরেখার মধ্যে রয়েছে এক দীর্ঘ ইতিহাস এবং এই মানচিত্র অঙ্কন কোথায় আরম্ভ হয়েছিল সেই বিষয়ে পরিষ্কার ধারণা না পাওয়া গেলেও গুহা মানবের কালে তাদের অঙ্কিত গুহাচিত্রগুলি মানচিত্রবিদ্যার আদি ইতিহাস বললে কিছু ভুল বলা হয় না। তবে আধুনিক বিজ্ঞানসম্মত মানচিত্রবিদ্যার সূচনা সপ্তদশ শতাব্দীতে যখন ফরাসীরা দ্রাঘিমা বরাবর দৈর্ঘ্য পরিমাপের মধ্যে দিয়ে ফ্রান্সের সঠিক সীমানা নির্ধারণ করে এবং পরবর্তী সময়ে অষ্টাদশ শতকের মধ্যভাগের ফ্রান্সে স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের অবতারণার সঙ্গে সঙ্গে আরম্ভ হয় বিষয়ভিত্তিক মানচিত্রের (thematic map) অঙ্কন পদ্ধতি। ইংরেজিতে 'theme' শব্দের অর্থ 'মূল বিষয়বস্তু'। ভূগোলে যখন কোনো বিশেষ অঞ্চলের উপর কোনো একটি বা দুটি বিষয়কে পরিষ্কার করে দেখানো হয় তখন তাকে বিষয়ভিত্তিক মানচিত্র বা থিমেটিক ম্যাপ বলে। তবে থিম (theme) শব্দটির মূল অর্থ বিবেচনা করলে সমস্ত মানচিত্রই বিষয়ভিত্তিক বা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে অ…

একটি মন্তব্য পোস্ট করুন