গোলক চিত্র (sphere diagram)

Alborigato
গোলক চিত্র (sphere diagram) গোলক চিত্রের ধারণা (concept of sphere diagram) স্ফিয়ার (sphere) কথার অর্থ হল গোলক (sphere)। গোলক হল একটি ত্রিমাত্রিক বস্তু অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা বা ব্যাসার্ধ আছে। ফলে গোলক-এর আয়তন (ত্রিমাত্রিক) রয়েছে। হওয়ায় পরিমাণের কোনো উপাদানকে অতি ত্রিমাত্রিক হওয়ায় অধিক পরিমাপেয়ার তেলের মধ্যে উপস্থাপিত করা যায়। সাধারণত পৌর জনসংখ্যা যেহেতু কেন্দ্রীভূত জনসংখ্যা অর্থাৎ স্বল্প পরিসরে অধিক জনসংখ্যা এবং জনসংখ্যার তুলনায় মানচিত্রে পৌরক্ষেত্রের বিস্তার কম হওয়ায়। তাই এক্ষেত্রে গোলকের মাধ্যমে বৃহৎ পরিসরের জনসংখ্যাকে উপস্থাপন করা এবং একই সঙ্গে চিত্রটিকেও সাধারণভাবে মানচিত্রে স্থাপন করা সম্ভব হয়। সংজ্ঞা (definition) ① কোনো কেন্দ্রীভূত পরিসংখ্যান, যেমন পৌর জনসংখ্যাকে (urban population) মানচিত্রে ত্রি-মাত্রিক রূপে গোলকের সাহায্যে দেখানো হলে তাকে স্ফিয়ার ডায়াগ্রাম বলে। ② কোনো কেন্দ্রীভূত পরিসংখ্যানকে গোলকের ব্যাসার্ধের অনুপাতে প্রকাশ করা হয় তখন তাকে গোলক চিত্র (sphere diagram) বলে। গোলকের ব্যাসার্ধ ও গোলক আঁকার নীতি গোলকের আয়তন এবং উপাদানের পরিমাণের (পৌর জনসংখ্যা) সঙ্গে সবসময় সমা…

একটি মন্তব্য পোস্ট করুন