সমানুপাতিক বৃত্ত চিত্র (proportional circle diagram)

Alborigato
সমানুপাতিক বৃত্ত চিত্র (proportional circle diagram) সংজ্ঞা (definition): (1)কোনো বিষয়ের সামগ্রিক পরিমাণকে বৃত্তের দ্বারা দেখানো হলে তাকে তখন সমানুপাতিক বৃত্ত চিত্র বলে। বৃত্তের আকৃত সবসময় পরিমাণের আনুপাতিক ধারণা প্রদান করে। সমানুপাতিক বৃত্ত একটি দ্বি-মাত্রিক চিত্র যা ক্ষেত্রফল নির্দেশ করে। যেমন-মোট জনসংখ্যা দেখানো। (2) কোনো উপাদানকে অনুপাত অনুসারে বৃত্তের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে তখন সমানুপাতিক বৃত্ত চিত্র বলে। নীতি (principle): বৃত্তের ক্ষেত্রফল উপাদানের পরিমাণের সঙ্গে প্রত্যক্ষভাবে সমানুপাতিক। যেহেতু এটি ক্ষেত্রিয় চিত্র সেহেতু এর ক্ষেত্রফল উপাদানের পরিমাণকে নির্দেশ করে। তাই এর সূত্র হল- πr² = উপাদানের মোট পরিমাণ (T) r²=উপাদানের মোট পরিমাণ (T)/π πr²= বৃত্তের ক্ষেত্রফল T= উপাদানের মোট পরিমাণ r=বৃত্তের ব্যাসার্ধ, = 22/7 বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় (determination of circle radius) বৃত্ত চিত্র ক্ষেত্রীয় চিত্র (area diagram) হওয়ায় বৃত্তের ক্ষেত্রফল উপাদানের সমষ্টিকে নির্দেশ করে। সুতরাং সূত্রের সাহায্যে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করে বৃত্ত অঙ্কন হয়। চিত্রের অঙ্কন (drawing of diagram): সূত্র, বৃত্তের ব্যা…

একটি মন্তব্য পোস্ট করুন