মুখ্য বিভাজনের বা মুখ্য ভাগের মান নির্ণয় পদ্ধতি(methods of determining value of primary division)

Alborigato
মুখ্য বিভাজনের বা মুখ্য ভাগের মান নির্ণয় পদ্ধতি(methods of determining value of primary division) একটি মুখ্য ভাগের মান সঠিকভাবে নির্ণয়ের জন্য নিম্নলিখিত শখতি অনুসরণ করা অবশ্যই প্রয়োজন। যেমন- (1)তিনসংখ্যার পূর্ণ মানবিশিষ্ট ডায়াগোনাল স্কেল করতে হলে মুখ্য ভাগ 100 এককের হবে। ধরা যাক, 375 মাইল পাঠ করতে হবে। তাহলে প্রতিটি মুখ্য ভাগ 100 মাইল হবে। (Fig. 2.34 দেখো)। (2)দশমিকের পর এক সংখ্যাবিশিষ্ট মান পাঠ করতে হলে মুখ্য ভাগ 10 এককের হবে। ধরা যাক, 23.5 মিটার পাঠ করতে হবে। তাহলে প্রতিটি মুখ্য ভাগ 10 মিটার হবে। (3)দশমিকের পর দুই সংখ্যাবিশিষ্ট মান পাঠ করতে হলে মুখ্য ভাগ । এককের হবে। ধরা যাক, 2.35 মিটার পাঠ করতে হবে। তাহলে প্রতিটি মুখ্যা ভাগ 1 মিটার হবে। (Fig. 2.30 দেখো)। (4)দশমিকের পর তিন সংখ্যাবিশিষ্ট মান পাঠ করতে হলে মুখ্য ভাগের মান সর্বোচ্চ । একক অথবা এর ভগ্নাংশ ধরতে হবে। দশমিকের পরের তিনটি সংখ্যা যে সংখ্যাটি দিয়ে বিভাজ্য হবে সেই সংখ্যা ভগ্নাংশে মুখ্য ভাগের মান নির্দেশ করবে। ধরা যাক, 3.755 মাইল পাঠ করা হবে। তাহলে মুখ্য ভাগের মান হবে 0.5 মাইল অথবা এর দ্বিগুণ 1 মাইল। কারণ দশমিকের পরে 755 মান 5 দ্বারা ব…

একটি মন্তব্য পোস্ট করুন