মানচিত্রের ক্ষেত্রফল পরিমাপ (measurement of area on maps)
মানচিত্রের ক্ষেত্রফল পরিমাপ (measurement of area on maps) ভূমিকা (Introduction) ভূ-পৃষ্ঠের দ্বিমাত্রিক পরিমাপ অর্থাৎ ক্ষেত্রফল (দৈর্ঘ্য x প্রস্থ) জরিপ কাজের মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করা গেলেও মানচিত্র থেকে ভূ-পৃষ্ঠের সঠিক ক্ষেত্রফল নির্ণয় করা যায় না। মানচিত্রে প্রদর্শিত স্থানের ক্ষেত্রফল কখনও ভূমিভাগের প্রকৃত ক্ষেত্রফল নির্দেশ করে না। মানচিত্রে উপস্থাপিত ভূ-পৃষ্ঠীয় ক্ষেত্রফল প্রকৃতপক্ষে সমুদ্রতলে অভিক্ষিপ্ত ক্ষেত্রফলের সমান। ভূ-পৃষ্ঠের ক্ষেত্রফল সাধারণত দুভাবে নির্ণয় করা হয়- [i] জরিপ কার্যের মাধ্যমে এবং [i] মানচিত্রের থেকে ক্ষেত্রফল নির্ণেয় মাধ্যমে। মানচিত্র থেকে ভূমির ক্ষেত্রফল পরিমাপ সাধারণত দুটি পদ্ধতিতে করা হয়, যথা- ① লৈখিক পদ্ধতিতে (graphical method) এবং [A] বর্গ পদ্ধতি (square method) [B] জরিপ ফালি পদ্ধতি (strip method) [C] জ্যামিতিক পদ্ধতি (geometric method) ইহা চার প্রকার। যথা- [i] the mid ordinate rule [ii] the mid absissa rule [iii] the trapezoidal rule [iv] divide the area into triangles ② যান্ত্রিক পদ্ধতিতে (Instrumental method) লৈখিক পদ্ধতিতে মানচিত্র থেকে ভূমির ক্ষেত্রফল পরিমাপ (graphic…