আইসোপ্লেথ পদ্ধতি ও আইসোল্লেথ মানচিত্র-এর প্রস্তুতি (isopleth method and preparation of isoleth map or isoline map)
আইসোপ্লেথ পদ্ধতি ও আইসোল্লেথ মানচিত্র-এর প্রস্তুতি (isopleth method and preparation of isoleth map or isoline map) ধারণা (concept) ভূমির উচ্চতা, ভূমির ডাল, বায়ুর চাপ, বায়ুর উয়তা, বৃষ্টিপাত ইত্যাদি উপাদানগুলির তীব্রতা ধীরে বাড়ে বা কমে। এই উপাদানগুলি কোনো প্রশাসনিক সীমানা দ্বারা আবন্ধ বা নির্দিষ্ট থাকে না। বাস্তবের সঙ্গো এ ধরনের মিল রাখতে সমমান রোযার মাধ্যমে ভূমির উচ্চতা, ভূমির ঢাল, বায়ুর উন্নতা, বৃষ্টিপাত প্রভৃতির ক্রমপরিবর্তন বোঝাতে সমমানরেখার (iso-line or isopleth) প্রয়োজন হয়। 1. K. Wright এর মতে, একটি সমমানরেখা একটি পরিমাণ নির্দেশ করে এবং ঐ রেখা মানচিত্রের যে যে স্থানের উপর দিয়ে টানা হয় সেই-সেই স্থান নির্দিষ্ট সমান মান নির্দেশ করে। উচ্চতা, উন্নতা, বৃষ্টিপাত প্রভৃতির সমমানযুক্ত অঞ্চলগুলিকে মানচিত্রে যুক্ত করে যে রেখা পাওয়া যায় তাকে সমমান রেখা (Isoline, ISO = equal বা সমান এবং line = রেখা) বলে। ইংরেজিতে 'isoline' শব্দের প্রতিশব্দ হল 'Isopleth' (দুটি গ্রিক শব্দ iso অর্থাৎ equal বা (৪) সমান এবং plethos অর্থাৎ magnitude or crowd বা পরিমাণ ব্য সংখ্যা) যে পদ্ধতিতে এই সমমান…