ভার্নিয়ার স্কেল-এর গঠন (construction of vernier scale)

Alborigato
ভার্নিয়ার স্কেল-এর গঠন (construction of vernier scale) ধারণা (concept): ভার্নিয়ার হল একপ্রকার সূক্ষ্ম স্কেল। সাধারণত ইঞ্চি বা সেন্টিমিটার রৈখিক স্কেলে দশমিকের পর একটি সংখ্যা পর্যন্ত কোনো দৈর্ঘা সহজেই পরিমাপ করতে পারি। যেমন 4.40 inch.বা 6.30cm। কিন্তু দশমিকের পর দুই বা তার অধিক সংখ্যার 44064.50-এর মধ্যবর্তী 4.48 ইন্দি বা সেমি রৈখিক স্কেল থেকে নিভুলভাবে পরিমাপ করা যায় না। অর্থাৎ 0.1-এর কম কোনো মান (এখানে ০.০৪) এসব স্কেলে থেকে পরিমাপ সম্ভব নয়। অতএব সূক্ষ্মতম বা ভগ্নাংশের ভগ্নাংশ মান বা দৈর্ঘ্য (যথা① 0.01, 0.012, 0.099 ইত্যাদি) কে পরিমাপের জন্য 1631 খ্রিস্টাব্দে ফরাসি গণিতবিদ বি. পি. ভার্নিয়ার এক যন্ত্র উদ্ভাবন করেন যা ভার্নিয়ার যন্ত্র বা ভার্নিয়ার স্কেল নামে পরিচিত। যদিও তাঁর নামানুসারে এই স্কেলের নাম রাখা হয়েছে। এই যন্ত্রটি ফরাসী গণিতবিদ বি. পি. ভার্নিয়ার আবিষ্কার করেন। ইহা দ্বারা দৈর্ঘ্যের সূক্ষ্মতম মাপ নির্ভুলভাবে নির্ণয় করা যায়। সাধারণ স্কেল দ্বারা এক মিলিমিটার অপেক্ষা ক্ষুদ্র অংশ পাঠ করিতে গেলে চোখের আন্দাজের সাহায্যে (eye-estimation) নিতে হয়। ইহাতে যে ভুল আসিতে পারে ভার্নিয়ার স্কেল দ্…

একটি মন্তব্য পোস্ট করুন