রৈখিক স্কেল-এর গঠন (construction of linear or plain scale)
রৈখিক স্কেল-এর গঠন (construction of linear or plain scale) সংজ্ঞা (definition): ① কোনো স্কেলকে সরলরেখার মাধ্যমে প্রকাশ করা হলে তাকে তখন রৈখিক স্কেল বলে। অর্থাৎ সরলরেখার মাধ্যমে প্রকাশিত ভূমির দূরত্ব বা অনুরূপ মানচিত্রের দূরত্বকে রৈখিক স্কেল বলে। ② বিবৃতিমূলক কিংবা ভগ্নাংশ সূচক স্কেলের মানকে যখন সরলরেখা বরাবর অঙ্কন করা হয় এবং যার কতকগুলি মুখ্য এবং গৌণ ভাগ থাকে তাকে রৈখিক স্কেল বলে। বৈশিষ্ট্য (characteristics): (1)বিবৃতিমূলক স্কেল বা ভগ্নাংশসূচক স্কেল থেকে রৈখিক অঙ্ককন করা হয়। (2)এই স্কেলের দুটি ভাগ আছে। যথা- মুখ্যভাগ ও যৌগভাগ। (3)রৈখিক স্কেল দুটি পদ্ধতিতে অঙ্কিত হয়। যথা- সরল রৈখিক ও তুলনামূলক রৈখিক। (4)স্কেলের একেবারে বামদিকে গৌণ বিভাগগুলি দেখানো হয়। মুখ্যভাগের বৈশিষ্ট্য (characteristics of primary division): (1)মুখ্যভাগ হল রৈখিক স্কেলের মূল অংশ। (2)মুখ্যভাগ ভূমিভাগের দূরত্বের প্রধান অংশগুলিকে নির্দেশ করে (3)কোনো রৈখিক স্কেলে সাধারণত দুই বা ততোধিক মুখ্যভাগ থাকে। গৌণভাগের বৈশিষ্ট্য(characteristics of secondary division): ① গৌণভাগ মুখ্যভাগের ক্ষুদ্র অংশ ② গৌশভাগের সাহায্যে একটি মুখ্যভাগের মোট দৈর্ঘ্যের …