তুলনামূলক রৈখিক স্কেল-এর গঠন (construction of comparative linear scale)

Alborigato
তুলনামূলক রৈখিক স্কেল-এর গঠন (construction of comparative linear scale) ভূমিকা (introduction) বিভিন্ন একক স্কেলের একটির সাথে অপরটির তুলনা করার জন্য যে স্কেল অঙ্কন করা হয় তাকে তুলনামূলক স্কেল বলে। তুলনামূলক স্কেল মাইলের সাথে কিলোমিটার, ফুটের সাথে মিটার, মাইলের সাথে ভার্স্ট (Versts), গজের সাথে লি (Li), ③ কিলোমিটারের সাথে রি (Ri) প্রভৃতি স্কেলের তুলনা দেখানোর জন্য অঙ্কন করা হয়। বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতির হিসেব④ প্রচলিত। মার্কিন যুক্তরাষ্ট্রে F.P.S পদ্ধতি, ফ্রান্সে C.G.S. পদ্ধতি, চীনদেশে লি এবং জাপান দেশে রি (Ri) পদ্ধতি প্রচলিত। এরূপ খালে এক দেশের মানচিত্র অন্য দেশের মানুষের ব্যবহারের সুবিধার জন্য মানচিত্রে তুলনামূলক স্কেল ব্যবহার করতে হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ও পরে যখন এক দেশের সেনাবাহিনী ভিন্ন একক (unit) প্রচলিত দেশে গিয়ে উপনীত হয় তখন থেকেই তুলনামূলক স্কেল জনপ্রিয়তা লাভ করেছে। তুলনামূলক স্কেল ও সরল রৈখিক স্কেল কেবলমাত্র ভিন্ন মাপের দুই বা ততোধিক স্কেলের মধ্যস্থিত সম্পর্ক তুলনা করার জন্য এ স্কেলের প্রচলন। সুতরাং তুলনামূলক স্কেল কখনই দুইটি স্কেলের দৈর্ঘ্যের চেয়ে কম হবে না। সংজ্ঞা (defini…

একটি মন্তব্য পোস্ট করুন