শাঙ্কব ধ্রুবক (constant of the cone)
শাঙ্কব ধ্রুবক (constant of the cone) সংজ্ঞা (definition) ① শঙ্কর শীর্ষে বা শঙ্গে অবস্থিত কোণ এবং জেনারেটিং ভূ-গোলকের মেরুবিন্দুতে অবস্থিত কোণের অনুপাতকে শাঙ্কব ধ্রুবক (constant of the cone) বলে। ② বিকাশযোগ্য তলের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণ (a) এবং জেনারেটিং ভূ-গোলকের মেরুবিন্দুতে উৎপন্ন কোণের (360 ^ 0) অনুপাতকে শাঙ্কব ধ্রুবক বা শঙ্কু ধ্রুবক বা কোণ ধ্রুবক (constant of the cone) বলে। ③শাঙ্কব অভিক্ষেপের বিকশিত তলের শীর্ষ (vertex or apex) বিন্দুতে উৎপন্ন কোণ এবং জেনারেটিং ভূ-গোলকের মেরুবিন্দুতে (pole) উৎপন্ন কোণের মধ্যে যখন পার্থকোর অনুপাত দেখা যায় তখন তাকে কোণ ধ্রুবক বা শঙ্কু ধ্রুবক বা শাঙ্কব ধ্রুবক (constant of the cone) বলে। শাঙ্কব ধ্রুবক নির্ণয়ের সূত্র: শাঙ্কন ধ্রুবক (n) = a/(360 ^ 6) এখানে, কোণ ধ্রুবক। * চিত্রে VP শঙ্কুপী বিকাশযোগ্যতল বা বিকশিত তলকে উপর থেকে নীচ VP বরাবর কেটে খোলার পর যে কোণ পাওয়া যায়। 360 ^ 0 = জেনারেটিং ভূ-গোলকের মেরুবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ। শাঙ্কব ধ্রুবক-এর পরিমাণ (1)যখন বিকাশযোগ্যতল বা কাগজটিকে চোঙ বেলনের রূপ দেওয়া হয়, তখন জেনারেটিং ভূ-গোলকটি চোঙটিকে নিরক্ষরেখা (0 ^ 0) ব…