জরিপকার্যের ধারণা (concept of surveying)

Alborigato
জরিপকার্যের ধারণা (concept of surveying)
জরিপকার্যের ধারণা (concept of surveying) জরিপকার্য (surveying) হলো এমনই এক কলাকৌশল (art), যার সাহায্যে কৌণিক (angular) ও রৈখিক (linear) দূরত্ব পর্যবেক্ষণ ও পরিমাপ করা যায় এবং যার সাহায্যে ভূ-পৃষ্ঠের কোনো স্থানের বা বস্তুসমূহের আপেক্ষিক অবস্থান (relative position) নির্ণয় করা যায়, অর্থাৎ অন্যভাবে বলা যায় জরিপকার্য হল মানচিত্র তৈরির এক প্রকার বিজ্ঞান ও কলা (science and art), যার সাহায্যে ভূ-পৃষ্ঠের ক্ষুদ্র বা বৃহৎ যে কোনো অংশের সীমানা নির্ধারণ, অবস্থান, বিস্তার এবং ভূ-প্রকৃতি নিরূপণ করা যায়। জরিপকার্য-এর দুটি অংশ, প্রথমতঃ প্রয়োজনীয় বস্তুসমূহের পরিমাপ করা এবং পরে তার স্কেল অনুযায়ী নক্সা প্রস্তুত করা। জরিপ কাজ বহুপ্রাচীনকাল থেকেই চলে আসছে। প্রকৃত-পক্ষে, যেদিন থেকে সম্পত্তির সীমানা নির্ধারণ শুরু হয়, সেদিন থেকেই জরিপ কাজের জন্ম। বর্তমানে জরিপ কাজের অনেক উন্নতি হয়েছে, এমনকি বিমান থেকে ফটো এবং উপগ্রহের (GPS) সাহায্যেও জরিপ কাজ করা হচ্ছে। বর্তমান যুগে বিভিন্ন কলকারখানা, শিল্প, বন্দর, তৈল শোধনাগার, বহুমুখী নদী পরিকল্পনা, রাস্তাঘাট, রেলপথ প্রভৃতি স্থাপন ও নির্মাণে, খনিজ-সম্পদ আহরণে এবং শহর ও নগর তৈ…

একটি মন্তব্য পোস্ট করুন