আবহগত তথ্যচিত্রের ধারণা (concept of meteorological data diagrams)

Alborigato
আবহগত তথ্যচিত্রের ধারণা (concept of meteorological data diagrams) নানা ধরনের চিত্রের সাহায্যে আবহাওয়া ও জলবায়ু চরিত্র নির্দেশ করা যায়। সাধারণভাবে বৃষ্টিপাত দেখানোর জন্য স্তন্তচিত্র এবং উন্নতার জন্য রেখাচিত্র ব্যবহৃত হয়। এছাড়া আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যানের দ্বারা সমমান রেখার সাহায্যে, যথা- সমোয়রেখা (isotherm), সমপ্রেষরেখা (isobar) ইত্যাদির সাহায্যে বিভিন্ন মাপচিত্র প্রস্তুত করা হয়। আবার কোনো স্থানে বায়ু প্রবাহের দিক (wind direction) এবং বায়ুর গতিবেগ (wind velocity) বছরের বিভিন্ন সময়ে কিরূপ থাকে তার সাহায্যেও উইওরোজ মানচিত্র (wind rose map) প্রস্তুত করা হয়। আঞ্চলিক জলবায়ুর বিভিন্ন উপাদান অর্থাৎ মেঘ, বায়ুর গতি ও দিক, চাপ, বায়ুর উন্নতা এবং আপেক্ষিক আর্দ্রতা প্রভৃতি দেখানোর জন্য যৌগিক ক্লাইমোগ্রাফ (composite climograph) ব্যবহার করা হয়। এছাড়া আঞ্চলিক জলবায়ুর দৈনিক চিত্র এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে আবহাওয়ার বিশেষ চার্ট প্রস্তুত করা হয়। আবহগত তথ্যচিত্রের উপযোগিতা ও ব্যাখ্যা (utility & interpretation of meteorological data diagrams) আবহাওয়ার অবস্থা জানার জন্য পৃথিবীর প্র…

একটি মন্তব্য পোস্ট করুন