বাউডিজ-এর পদ্ধতিতে সমাপন ভ্রম সংশোধন (Closing error correction by Bowditch's method)
বাউডিজ-এর পদ্ধতিতে সমাপন ভ্রম সংশোধন (Closing error correction by Bowditch's method) সমাপন ভ্রম বা ত্রুটি (closing error) সংশোধিত ফরওয়ার্ড বিয়ারিং দ্বারা ও স্কেল অনুযায়ী পরিমিত দৈর্ঘ্য দ্বারা একটি আবদ্ধ ট্র্যাভার্স আঁকার পর প্রারম্ভিক ও শেষ বিন্দুর মধ্যে থেকে যায় তাকে ক্লোজিং ভ্রম বা সমাপন ভ্রম বা ত্রুটি বলে। নীতি (principle): ক্লোজিং ত্রুটি দূরত্বের সঙ্গে সমানুপাতিক। এই অনুসরণ করে bowditch ভ্রম সংশোধন করেন। পদ্ধতি (method): এই পদ্ধতিতে মোট যে error বা ত্রুটি aA তা B,C,D এবং এ প্রতিটি বিন্দুতে সমানুপাতিক হারে বন্টন করে সমস্ত প্ল্যান বা অজানটিকে জ্যামিতিক পদ্ধতিতে ঠিক করা হয়। সমস্ত বাহুগুলির (AB, BC, CD, Da) মিলিত দৈর্ঘ্য বা পরিসীমা (perimeter) নিয়ে একটি সরলরেখা অঙ্কন করে তাতে প্রতিটি বিন্দু B, C, D ইত্যাদি তাদের নিজস্ব দূরত্ব অনুসারে চিহ্নিত করা হল। প্রতিটি বাহুর এই মিলিত দূরত্ব যদি খুব বেশি বড় হয়, তা হলে প্রতিটি বাহুর দূরত্বকে অর্ধেক করেও অঙ্কন করা যেতে পারে। 7.12 নং চিত্রে বাহুগুলির দূরত্ব অর্ধেক করে অঙ্কন করা হয়েছে। ফলে স্কেলটিও দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 1 cm. to 4 m। এখন শেষ বিন্দু ৯-তে…