কোরোপ্লেথ পদ্ধতি এবং কোরোপ্লেথ মানচিত্র-এর প্রস্তুতি(choropleth method and preparation of choropleth map)

Alborigato
কোরোপ্লেথ পদ্ধতি এবং কোরোপ্লেথ মানচিত্র-এর প্রস্তুতি(choropleth method and preparation of choropleth map) ধারণা (concept) 'Choros' একটি গ্রীক শব্দ, যার অর্থ ক্ষেত্রফল (area) বা স্থান (space) এবং pleth অর্থ crowd বা সংখ্যা অর্থাৎ বস্তুর স্থানগত বন্টনের মানচিত্র অঙ্কন পদ্ধতি হল ছায়াপাত বা কোরোপ্লেথ। ডট্ মানচিত্রে প্রকৃত জনসংখ্যা দেখানো যায় কিন্তু① এই পদ্ধতিতে প্রকৃত জনসংখ্যা না দেখিয়ে প্রতিবর্গ কিমি বা প্রতি বর্গ মাইলে কত জনসংখ্যা তা দেখানো হয়ে থাকে। প্রতি বর্গ কিমি বা প্রতি বর্গ মাইলে জনসংখ্যা কত তা ওই অঞ্চলের মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল (area) দিয়ে ভাগ করলে পাওয়া যায়। এরূপ প্রাপ্ত জনসংখ্যার ঘনত্বকে স্কেল বা সূচক (index) অনুসারে রঙ গাঢ় বা হালকা করে বা রেখার শেড (shade) এর সাহায্যে মানচিত্রে দেখানো হয়ে থাকে, একে ছায়াপাত মানচিত্র বা কোরোল্লেথ মানচিত্র (choropleth map) বলে। এই ধরনের মানচিত্রে বিভিন্ন ঘনত্বের জন্য বিভিন্ন রং বা প্রতীক চিহ্ন (symbol) ব্যবহার না করে একই রং বা শেডকে ঘনত্ব অনুসারে হালকা থেকে গাঢ় করে দেখালে ভালো হয়। কম ঘনত্বযুক্ত অঞ্চলে হালকা করে দেখালে ভালো হয়। কম ঘনত্বযুক্…

একটি মন্তব্য পোস্ট করুন