মানচিত্র অভিক্ষেপ সংক্রান্ত প্রাথমিক ধারণা (basic concept related map projection)
Alborigato
মানচিত্র অভিক্ষেপ সংক্রান্ত প্রাথমিক ধারণা (basic concept related map projection)
মানচিত্র অভিক্ষেপ সংক্রান্ত প্রাথমিক ধারণা (basic concept related map projection) উপবৃত্ত (ellipsoid), উপগোলক (spheroid) ও অভিগত গোলক (oblate spheroid) উপবৃত্ত-এর ধারণা ও সংজ্ঞা(concept & definition of ellipsoid) Ellipse কথার অর্থ হল উপবৃত্ত। উপবৃত্ত একটি দ্বিমাত্রিক বস্তু বা জ্যামিতিক আকার। এর দুটি অক্ষ (axis) থাকে- একটিকে বলে বৃহত্তম অক্ষ (major axis) অর্থাৎ যার দৈর্ঘা বেশি আর অপরটিকে বলে ক্ষুদ্রতর অক্ষ (minor axis) অর্থাৎ যার দৈর্ঘ্য কম। কোনো সমতলের উপর একটি বিন্দু যদি এমনভাবে চলমান হয় যে, ওই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা থেকে চলমান বিন্দুর দূরত্ব দুটির অনুপাত সর্বদা ধ্রুবক হয় এবং এই ধ্রুবকের মান যদি ০ থেকে বড়ো এবং 1 থেকে ছোটো হয় তবে ওই বিন্দুর সঞ্চারপথকে উপবৃত্ত (ellipse) বলে। অর্থাৎ =e, (0<e<1)। ওই নির্দিষ্ট বিন্দুকে উপবৃত্তের নাভি (focus) এবং নির্দিষ্ট সরলরেখাকে উপবৃত্তের নিয়ামক (directrix) বলে। নির্দিষ্ট বিন্দু ও নির্দিষ্ট সরলরেখা থেকে চলমান বিন্দুর দূরত্বদ্বয়ের অনুপাতকে উপবৃত্তের উৎকেন্দ্রতা (eccentricity) বলা হয় এবং এই ধ্রুবককে সাধারণত …