স্তম্ভ লেখচিত্র বা স্তন্ত-চিত্র (Bar-graph or Bar diagram)
স্তম্ভ লেখচিত্র বা স্তন্ত-চিত্র (Bar-graph or Bar diagram) ধারণা (concept): স্তত্ত্ব চিত্র এক অতি বহুল প্রচলিত চিত্র যার দ্বারা ভৌগোলিক রাশি তথ্যকে সহজভাবে উপস্থাপন করা যায়। প্রস্থ বা বেধ-এর তুলনায় দৈর্য্যে অনেক বড় এরূপ আয়তাকার নকশাই হলো শুম্ভ-চিত্র। এই চিত্রে দৈর্ঘ্যই একমাত্র বিবেচনার বিষয়। চিত্রায়িত করতে একে চওড়া করা হয়, তাই এর প্রস্য বা বেধকে হিসাবে ধরা হয় না। সংজ্ঞা (definition): ① স্বত্ত্ব বা বার (bar)-এর সাহায্যে নির্দিষ্ট স্কেলে পরিসংখ্যান দেখানোকে বার-গ্রাফ বা দন্ডচিত্র বা স্তম্ভ লেখচিত্র বলে। ② ভৌগোলিক রাশিতথ্যকে যখন নির্দিষ্ট স্কেলে পরিমাণের অনুপাত অনুযায়ী এক একটি স্তম্ভের সাহায্যে উপস্থাপন করা হয়, তখন তাকে স্তম্ভ চিত্র বা বার গ্রাফ বলে। স্তন্তচিত্রের প্রকারভেদ (types of bar-graph) ভৌগলিক রাশি তত্ত্বের নানা ধরনের চলক থাকে। এই চলকের চরিত্র বা বৈশিষ্টা ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়। বার-গ্রাফ বর স্বস্ত লেখচিত্রের সাহায্যে পরিসংখ্যানসমূহ সহজেই দেখানে যায়। যখন সময় নির্দিষ্ট থাকে কিন্তু দেশের আয়তনের একব পরিবর্তন হয়, তখন রেখা বা লাইন গ্রাফের পরিবর্তে যারয়াক ব্যবহার করা হয়। 1 ইঞ্চি বা 1 সেমি কি…