ভূমির ব্যবহার (Land Utilisation)
ভূমির ব্যবহার (Land Utilisation) পার্বত্য অঞ্চলের অধিকাংশই অরণ্যময় ছিল। কিন্তু চা বাগিচার প্রয়োজনে ও ধাপ চাষে জমির প্রয়োজন পূরন করতে অনেকস্থানে ভূমির ব্যবহার পরবর্তীত হয়েছে। দার্জিলিং এ ৩৮% ভূমিভাগে এখনো অরণ্য টিকে রয়েছে। বসতি রয়েছে প্রায় ৩৪% ভূমিভাগে। চা বাগিচাগুলি অধিকার করে রয়েছে অঞ্চলের ১৭% এলাকা। এছাড়া সিঙ্কোনা চাষ হয় প্রায় ২ শতাংশের কাছাকাছি জমিতে। বর্তমানে পতিত জমির পরিমান ৩%। মোট কৃষি জমির অংশ ৪%-এর কিছু বেশি। অন্যান্য পতিত জমি ১%-এর কিছু বেশি। রাস্তাঘাট ইত্যাদি অন্যান্য ব্যবহারে রয়েছে প্রায় ৪ শতাংশ ভূমি। চা বাগিচাগুলি গড়ে উঠেছে ডুয়ার্সে ও দার্জিলিং পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢালে। দার্জিলিং-এর চা পৃথিবীতে সর্বোৎকৃষ্ট। বনভূমিগুলি, কৃষি, চা বাগিচা ও বসতি এলাকাসমূহকে ঘিরে রেখেছে। বস্তুতঃ অরণ্য পরিষ্কার করেই অধিকাংশ ভূমির ব্যবহার গড়ে উঠেছে। সমগ্র জেলায়ই পার্বত্যঢালে ধান চাষ হয় ধাপ চাষ করে। পাদদেশীয় সমভূমিতে এবং নদী অববাহিকায় পলি সঞ্চিত সমভূমিভাগে মূলতঃ ধান চাষ হয়। কিছু তৈলবীজ, ডাল এবং ফুলকপি, বাধাকপি, টমেটো, বিন, স্কোয়াশ ও লঙ্কা চাষ হয়। এছাড়া বিভিন্ন ফল বিশেষত কমলালেবুর চাষে পার্বত্য …