জলবায়ু সংক্রান্ত তালিকা (Climatic Chart)
জলবায়ু সংক্রান্ত তালিকা (Climatic Chart) : কোনো অঞ্চলের দৈনন্দিন আবহাওয়ার বিভিন্ন উপাদান সংক্রান্ত তথ্যসমূহ সুনির্দিষ্ট সময়কাল ধরে (এক মাস অথবা এক বছর) সংগ্রহ করে তালিকা প্রস্তুত করে যে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় যার X অক্ষে সময় এবং Y অক্ষে নির্দিষ্ট স্কেল অনুযায়ী আবহাওয়ার উপাদানগুলির পরিমাণ বসানো থাকে যাকে Climatic Chart বলে। এটি ভিন্ন একক সমন্বিত একটি বহুরেখাচিত্র (polygraph having different units) । Climatic Chart-এ আবহাওয়ার উপাদান, যথা— উন্নতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, আপেক্ষিক আর্দ্রতা ইত্যাদি সংক্রান্ত দৈনন্দিন, মাসিক অথবা বার্ষিক তথ্য উপস্থাপনা করা হয়। তবে Climatic chart-এ এই চারটি উপাদানই থাকবে এমন কোনো যৌক্তিকতা নেই। আবহাওয়ার বৈশিষ্ট্য উপস্থাপনে যেকোনো উপাদানের দৈনন্দিন তথ্যই এখানে স্থান পাবে। তবে উক্ত চারটি উপাদান থাকা বাঞ্ছনীয়। কারণ এগুলি কোনো এলাকার আবহাওয়াগত বৈশিষ্ট্য তুলে ধরার প্রাথমিক উপাদান। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে আবহাওয়ার দৈনন্দিন উপাদান সংক্রান্ত তথ্য দ্বারা গঠিত chart কে climatic chart না বলে weather chart বলাই শ্রেয়। উদ্দেশ্য (Objective)…