সাধারণত ভূ - অভ্যন্তরের মধ্য দিয়ে যখন ' P ' ও ' S ' তরঙ্গের প্রবাহ ঘটে তখন আলোক তরঙ্গের মতো প্রতিফলন ও প্রতিসরণ ঘটে । অর্থাৎ এক ঘনত্বের শিলাস্তর থেকে
তরঙ্গ বিযুক্তি Wave Discontinuity
তরঙ্গ বিযুক্তি Wave Discontinuity সাধারণত ভূ - অভ্যন্তরের মধ্য দিয়ে যখন ' P ' ও ' S ' তরঙ্গের প্রবাহ ঘটে তখন আলোক তরঙ্গের মতো প্রতিফলন ও প্রতিসরণ ঘটে । অর্থাৎ এক ঘনত্বের শিলাস্তর থেকে অন্য ঘনত্বের স্তরে প্রবাহের সময় ' P ' ও ' S ' তরঙ্গের গতিপথ পরিবর্তিত হয় , একে তরঙ্গ বিযুক্তি ( wave discontinuity ) বলে । অন্যভাবে বলা যায় যে , বিভিন্ন উপাদানের তারতম্য অনুসারে ভূ - অভ্যন্তরের স্তর ভাগগুলি একে অপরের সঙ্গে সূক্ষ্ম সীমারেখায় মিলিত হয়েছে , যাতে দুটি স্তরের মধ্যে সহজে পার্থক্য করা যায় । সেই কাল্পনিক সীমারেখাকে বিযুক্তি রেখা বলে । এই রেখাগুলি বিভিন্ন গভীরতায় অবস্থান করে ।এই রেখাগুলির আপেক্ষিক ঘনত্বও বিভিন্ন প্রকারের হয় । এই বিযুক্তি তরঙ্গের গতির ওপর নির্ভর করে । তরঙ্গের গতি আবার পদার্থের ভৌত ধর্মের উপর নির্ভর করে । এভাবে প্রতিফলন ও প্রতিসরণের কোণের মান থেকে ভূ - অভ্যন্তরের পদার্থের বৈশিষ্ট্য জানা যায় । তাছাড়া ভূ - কম্পন তরঙ্গ বিভিন্ন স্তরের বিযুক্তিগুলির সীমারেখা চিনতে সাহায্য করে । নীচে কয়েকটি প্রধান বিযুক্তিতল বা রেখা সম্বন্ধে আলোচনা করা হল- ( 1 …