সভ্যতার আদিলগ্ন থেকে মানুষ ভীত হয়ে দেখে আসছে ভূপৃষ্ঠের কোনো না কোনো স্থানে উত্তপ্ত তরল পদার্থ ভূ - অভ্যন্তর থেকে বেরিয়ে এসে ভূপৃষ্ঠের উপর প্রাকৃতিক
আগ্নেয়গিরি ও অগ্নুৎপাত(Volcanoes and volcanity)
{★} অগ্ন্যুৎপাতের উৎপত্তি , ধারণা ও সংজ্ঞা Origin , Concept and Definition of Vulcanicity • উৎপত্তি ( Origin ) সভ্যতার আদিলগ্ন থেকে মানুষ ভীত হয়ে দেখে আসছে ভূপৃষ্ঠের কোনো না কোনো স্থানে উত্তপ্ত তরল পদার্থ ভূ - অভ্যন্তর থেকে বেরিয়ে এসে ভূপৃষ্ঠের উপর প্রাকৃতিক সম্পদসহ জনবসতি ও মানুষকে ধ্বংস করছে । খ্রিস্টীয় প্রথম শতকে জোয়োগ্লিনির লেখায় ভিসুভিয়াসের আগ্নেয়োচ্ছ্বাসের বর্ণনা পাওয়া যায় । কিন্তু , তখন ভিসুভিয়াস মানুষের কাছে এক পর্বতশিখর নামে পরিচিত ছিল । পরবর্তী সময়ে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে মানুষ আগ্নেয়গিরিটি মৃত কিংবা সুপ্ত কিংবা আকস্মিক সক্রিয় তা জানতে পারে । মানুষের চোখে প্রথম আগ্নেয়গিরি দেখা হল 1943 সালের 20 ফেব্রুয়ারি পৃথিবীর ভূমিরূপ বিবর্তনের ইতিহাসে আগ্নেয়গিরির প্রত্যন্ত প্রভাব লক্ষ করা যায় । পৃথিবীর প্রায় প্রতিটি প্রাকৃতিক বিপর্যয়ে আগ্নেয়গিরির প্রত্যক্ষ প্রভাব লক্ষ করা যায় । আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর অনেক জনপদ শহর নগর ও সভ্যতা চিরতরে হারিয়ে গেছে উর লাভা স্রোতের নীচে চাপা পড়ে । Geological Survey of U.S.A- এর ভূবিজ্ঞানী রবার্ট টিলিং ( Robert Till…