পাত সংস্থান তত্ত্ব : সংজ্ঞা অর্থ ও ধারণা Plate Tectonic Theory : Definition Meaning and Concept
বিংশ শতাব্দীর দ্বিতীয় দশক থেকেই মহাদেশ ও মহাসাগরগুলির উৎপত্তি , অবস্থান ও আকৃতির বিবর্তন অথবা স্থায়ী চরিত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ব ও মডেল প্রস
পাত সংস্থান তত্ত্ব : সংজ্ঞা অর্থ ও ধারণা Plate Tectonic Theory : Definition Meaning and Concept
পাত সংস্থান তত্ত্ব : সংজ্ঞা অর্থ ও ধারণা Plate Tectonic Theory : Definition Meaning and Concept ভূমিকা ( Introduction ) বিংশ শতাব্দীর দ্বিতীয় দশক থেকেই মহাদেশ ও মহাসাগরগুলির উৎপত্তি , অবস্থান ও আকৃতির বিবর্তন অথবা স্থায়ী চরিত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ব ও মডেল প্রস্তাবিত হতে থাকে । 1964 সাল থেকে মহাসাগরের তলদেশের প্রকৃতি সম্পর্কে বহু নতুন তথ্য সংগৃহীত হয় । অধ্যাপক আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চালন মতবাদ পৃথিবীর ভূগাঠনিক বৈশিষ্ট্যের বিষয়ে এক নতুন চিন্তাধারার সূচনা করলেও সিমান্তরের উপরে সিয়াল স্তরের চলন সঠিক ভাবে ব্যাখ্যা করতে পারেননি । মহাদেশের ভেসে চলা নিয়ে পর্যালোচনা করতে করতে ভূবিজ্ঞানীদের মধ্যে অনেকেই মেনে নিয়েছেন যে এই ভেসে চলা কেবলমাত্র মহাদেশ সমূহের মধ্যে সীমাবদ্ধ নয় । মহাদেশের সীমানা ছাড়িয়ে সমস্ত ভূত্বক গতিশীল । আবার এদিকে এতদিনে প্রমাণ হয়ে গেছে যে সমুদ্রের ভূত্বক স্থির নয় বরং ক্রমপ্রসারণশীল । কিন্তু , পৃথিবীর মোট আয়তনের তো হ্রাস - বৃদ্ধি ঘটে না । সুতরাং , সম্প্রসারণের পাশাপাশি সংকোচনও অবশ্যম্ভাবী । তবে এটা জানা দরকার যে কোনো বস্তু একইসঙ্গে সংকোচন ও প্রসারণ হতে পারে…