জলনির্গম প্রণালী Drainage Pattern

ধারণা (Concept) জলনির্গম প্রণালী ভূমিরূপবিদ্যায় এক উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ বিষয়। একটি অববাহিকায় প্রবাহিত সমস্ত নদী মিলিতভাবে যে নকশা (plan) সৃষ্
জলনির্গম প্রণালী Drainage Pattern
জলনির্গম প্রণালী ও গঠিত ভূমিরূপ Drainage Pattern and  Developing Landform  ● ধারণা (Concept) জলনির্গম প্রণালী ভূমিরূপবিদ্যায় এক উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ বিষয়। একটি অববাহিকায় প্রবাহিত সমস্ত নদী মিলিতভাবে যে নকশা (plan) সৃষ্টি করে, তাকে জলনির্গম প্রণালী বলে। অধিকাংশ জলনির্গম প্রণালী মূলত ভূতাত্ত্বিক গঠনের মাধ্যমে নিয়ন্ত্রিত হলেও অন্যান্য অনেক উপাদান জলনির্গমন প্রণালীকে প্রভাবিত করে। যেমন- (i) ভূমির প্রারম্ভিক ঢাল (Initial Slope of Land), (ii) শিলার কাঠিন্যের তারতম্য (Inequalities of rock hardness), (ill) নদী অববাহিকার যে সাম্প্রতিক ভূতাত্ত্বিক ও ভূ-গাঠনিক ইতিহাস (recent Geologic and Geomorphic history of river basin) (iv) ভূমিরূপ গঠনকারী শক্তি (diastrophism), (v) ভূমির গঠন (structure of land), (vi) বিভিন্ন প্রকার শিলার বিন্যাস (Pattern of rock arrangement)।  উপরি উল্লিখিত কারণগুলি যেহেতু জলনির্গম প্রণালীর ওপর প্রভাব বিস্তার করে তাই জলনির্গম প্রণালী বিশ্লেষণের মাধ্যম আমরা ওই অঞ্চলের অভ্যন্তরীণ গঠন (internal structure) এবং শিলা লক্ষণ (lithology) জানতে পারি। জলনির্গম প্রণালীতে ‘গঠন'…

একটি মন্তব্য পোস্ট করুন