নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে শ্রী ভক্ত বৎসলম কমিটির সুপারিশ গুলি লেখ ‌।

Alborigato
নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে  শ্রী ভক্ত বৎসলম  কমিটির সুপারিশ গুলি লেখ ‌। উত্তর নারী শিক্ষার বিকাশে শ্রী ভক্ত বৎসলম কমিটি সুপারির সমূহ  1963 খ্রিস্টাব্দের জাতি নারী শিক্ষা পষদ একটি কমিটি গঠন করো। ওই কমিটির সভাপতি ছিলেন মাদ্রাজের মুখ্যমন্ত্রী শ্রী ভক্ত বৎসলম । ওই কমিটি গঠনের উদ্দেশ্য ছিল-নারী শিক্ষার প্রতি উদাসীনতার কারণ অনুসন্ধান এবং গ্রামাঞ্চলের নারী শিক্ষা দ্রুত প্রসার সাধন । ওই কমিটি নারী শিক্ষার বিকাশের জন্য অনগ্রসর রাজ্য গুলি সমস্যা সমূহ পর্যালোচনা করেন সমগ্র দেশের নারী শিক্ষার বিষয়ে কতগুলি সুপারিশ করে। ওই সুপারিশের গুরুত্বপূর্ণ বিষয় নিচে উল্লেখ করা হলো।- 1. বেসরকারি প্রতিষ্ঠান গঠন: নারী শিক্ষার বিকাশের জন্য বেসরকারি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে । 2. হোস্টেল নির্মাণ: গ্রামাঞ্চলের বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণের ব্যবস্থা করতে হবে।  3. মেয়েদের উৎসাহ দান: শিক্ষকতা পেশায় আসার জন্য মেয়েদের উৎসাহিত করতে হবে।  4. সংসারী মেয়েদের বিশেষ ব্যবস্থা: যেমন চলে বসবাসকারী সংসারী মেয়েদের জন্য আংশিক সময়ে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে।  5. পোশাক ও বই বিতরণ: দারিদ…

একটি মন্তব্য পোস্ট করুন