রাশিবিজ্ঞান বলতে কী বোঝো? শিক্ষাগত রাশিবিজ্ঞান কাকে বলো ? শিক্ষা-রাশিবিজ্ঞানের উপযোগিতাসুজি লেখো।
রাশিবিজ্ঞান বলতে কী বোঝো? শিক্ষাগত রাশিবিজ্ঞান কাকে বলো ? শিক্ষা-রাশিবিজ্ঞানের উপযোগিতাসুজি লেখো। উওর রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞান হল এমন এক বিস্তান যার সাহায্যে তথাগুলিকে সংগ্রহ করা যায়, সারণিপত্র তৈরি করা যায়, সেগুলিকে সুবিধাভ করা যায় ও সেগুলির তাৎপর্যও নির্ণয় করা যায়। শিক্ষাগত রাণিবিজ্ঞান যে রাশিবিজ্ঞান শিক্ষার বিভিন্ন দিকে ব্যবহূত হয়ে শিক্ষা প্রক্রিয়াকে কার্যকরী এবং উন্নত করে তাকে শিক্ষাগত রাণিবিজ্ঞান বলে। শিক্ষা রাশিবিজ্ঞানের উপযোগিতা শিক্ষা-রাশিবিজ্ঞানের উপযোগিতাগুলি নিম্নরূপ- [1] শিক্ষামূলক তথ্যের প্রকাশ: রাশিবিজ্ঞানের সাহায্যে প্রান্ত শিক্ষামূলক তথ্যের ভিত্তিতে শিক্ষার্থীর প্রকৃত গ্রুপ সহজভাবে প্রকাশ করা যায়। রঘোর সংক্ষিপ্তকরণ, সুবিন্যাস ও অর্থপূর্ণ দিখান্ত গঠনের জন্য রাণিবিজ্ঞান অত্যন্ত প্রয়োজনীয়। [2] শিক্ষামূলক তথ্যের নির্ভরযোগ্য বিশ্লেষণ: রাশিবিজ্ঞানের জ্ঞান শিক্ষামুলক তথা বিশ্লেষণের ক্ষেত্রে প্রয়োগ করলে সিদ্ধান্ত একটি নির্দিষ্ট স্থায়িত্ব লাভ করে এবং সিখান্ড অপেক্ষাকৃত নির্ভুল ও নির্ভরযোগ্য হয়। (3) শিক্ষামূলক তথ্যের তাৎপর্য নির্ণয়: শিক্ষামূলক তথ্যকে ব্যাখ্যা করার জন্য আমরা সাধারণত দুটি ম…