হিস্টোগ্রাম কাকে বলে? হিস্টোগ্রাম অংকনের পর্যায়গুলো লেখ।
হিস্টোগ্রাম কাকে বলে? হিস্টোগ্রাম অংকনের পর্যায়গুলো লেখ। উওর হিস্টোগ্রাম আয়তন লেক বা হিস্টোগ্রাম তথ্য প্রকাশের একটি গুরুত্বপূর্ণ লেখচিত্র। পরিসংখ্যা বহুভুজ ক্ষেত্রে পুরো শ্রেণী ব্যবধানটি শুধুমাত্র মধ্যমানের সহায়তায় প্রকাশ করা হয়। কিছু আয়তলেখ বা হিস্টোগ্রাম এর ক্ষেত্রে সমগ্র শ্রেণীবিভাগ টি একটি আয়তক্ষেত্রের সহায়তায় উপস্থাপিত করা হয়। আয় তো লেকের নিচে রেখাটি শ্রেণীবিভাগের দৈর্ঘ্য বা শ্রেণী সীমানা নির্দেশ করে এবং উচ্চতা ওই শ্রেণীর পরিসংখ্যা সূচিত করে। শ্রেণিগুলি দূরত্ব সমান থাকে বলে আয়তক্ষেত্রের প্রস্থ সমান হয়।। তবে পরিসংখ্যা একই প্রকার না হলে তাদের উচ্চতা ভিন্ন প্রকৃতির হয়। আয়তলেক বা হিস্টোগ্রাম আকার নিয়ম পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের মতোই। এক্ষেত্রেও X ও Y অক্ষের অনুপাত 70% নিয়মটি মেনে চলা হয়। এক্ষেত্রে X অক্ষরেখাতে উপযুক্ত একক স্থির করে শ্রেণীবিভাগ গুলি বসানো হয় এবং Y অক্ষের উপযুক্ত একক তৈরি করে পরিসংখ্যার মান গুলি বসানো হয়। এরপর প্রতিটি শ্রেণীর নিম্ন সীমা ওপর পরিসংখ্যার জন্য বিন্দুর স্থাপন করা হয়। শেষে এগ্রাফ কাগজের ওপর প্রতিটি বিন্দু থেকে X অক্ষের ওপর একটি লম্বা …