ভারতীয় সংবিধানে আইন প্রণয়নের কমতা বণ্টনের জন্য যে তালিকার ব্যবস্থা রয়েছে তা আলোংনা করো। ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক কর্তবাসুজি কী? 4+4

Alborigato
ভারতীয় সংবিধানে আইন প্রণয়নের কমতা বণ্টনের জন্য যে তালিকার ব্যবস্থা রয়েছে তা আলোংনা করো। ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক কর্তবাসুজি কী? 4+4 উত্তর আইন প্রণমাণের ক্ষমতা বন্টসের জন্য তালিকা ব্যবস্থা ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় সংবিধান। স্বাভাবিকভাবেই সেখানে ক্ষমতাগুলি তিন ভাগে বিভক্ত-কেন্দ্রীয়, রাজা এবং যৌথ। যে সমস্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের, তাকে লিস্ট। বা ইউনিয়ন লিস্ট বলে। লিস্ট-এ। বা স্টেট লিস্টের বিষয়গুলিতে অইিন প্রণয়নের ক্ষমতা রাজ্য সরকারের। যেসব ক্ষেত্রে আইন প্রণয়নের কমতা রাজা ও কেন্দ্রীয় সরকার উভয়েরই, তাকে লিস্ট-III বা কনকারেন্ট লিস্ট বলে। কেন্দ্রীয় তালিকায় আছে সংবিধানের 62, 63, 64, 655 66 নং ধারা। এগুলিতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বাক্ত হয়েছে। রাজ্য তালিকার অনুচ্ছেদ 11-তে বলা হয়েছে সপ্তম তপশিলের অন্তর্ভুক্ত 63, 64, 65 366 নং ধারা এবং যৌথ তালিকার 25 নং ধারা বাদে বিশ্ববিদ্যালয়-সহ শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি রাজা তালিকাভুক্ত। এ ছাড়া মুখ্য তালিকায় (ধারা নং 25) রয়েছে বৃত্তিগত ও কারিগরি শিক্ষা ইত্যাদি। ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌনিক কর্তব্…

একটি মন্তব্য পোস্ট করুন