বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে? বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো।2+6

Alborigato
বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে? বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো।2+6 বিশেষ মানসিক ক্ষমতা স্পিয়ারম্যান তাঁর দ্বি-উপাদান তত্বে সাধারণ মানসিক ক্ষমতার সঙ্গে বিশেষ মানসিক ক্ষমতার কথাও উল্লেখ করেছেন। কোনো একটি কাজ সাফল্যের বঙ্গো করতে শুধু সাধারণ মানসিক ক্ষমতাই যথেষ্ট নয়, সেখানে আর-এক ধরনের ক্ষমতার প্রয়োজন। এই দ্বিতীয় ক্ষমতাই হল বিশেষ মানসিক ক্ষমতা বা Special Mental Ability (SMA)। এই বিশেষ ক্ষমতাকে তিনি Special Factor (বিশেষ উপাদান) বা সংজেগে 'ও' বলেছেন। বিশেষ অবতার বালা যায়, এটি এদন ক্ষমতা যা কোনো নির্দিষ্ট কাজ করতে সাধারণ ক্ষমতার সহযোগী হিসেবে ক্রিয়াশীল হয়। বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য বিশেষ মানসিক ক্ষমতা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলি নিচে আলোচনা হল- 1. বিশেষ ধর্মী: নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য নির্দিষ্ট বিষয়ে মানসিক ক্ষমতা প্রয়োজন। অংক করার জন্য অংকের বিশেষ ধর্মীয় মানসিক ক্ষমতা প্রয়োজন। ওই ক্ষমতার অন্য কোন কাজে প্রয়োজন হয় না।  2. সংখ্যা: ধারণাগত ভাবে বিশেষ ধর্মীয় মানসিক ক্ষমতা অসংখ্য। প্রকৃতি অর্থে যত রকমের বৈদি কাজ আমরা চিন্তা করতে পারি তত সংখ্যক বিষয় ধর্মী মানসিক ক্ষমতা…

একটি মন্তব্য পোস্ট করুন