মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল- [1] কেন্দ্রালুগ: চিচেনারের মতে চেতনার দুটি ভর আছে। কেন্দ্রীয় চেতনার ভর ৬৪. প্রাপ্তীয় ক্রেতনার ধর। বন্ধু যখন কেন্দ্রীয় চেতনার ঘরে অবস্থান করে তখন বস্তু সম্পর্কে আমরা সচেতন এই অর্থাৎ মনোযোগী হই। [2] নির্বাচনধমী: উডওয়াথ প্রমুখ আচরণবাদী মনোযোগ নির্বাচন ধর্মী বৈশিষ্ট্য ওপর পুরুত্ব দিয়েছেন। মনোযোগে একাধিক বিষয় না বন্ধুর মধ্যে থেকে একটিকে বেছে নেওয়া হয়। [3] পরিসরযুক্ত : মুহূর্তমাএ দেখে বা শুনে ব্যাক্তি যতগুলি বন্ধুর প্রতি মনোযোগ দেয়, তাকে মনোযোগের পরিসর বলে। [4] সপ্তারগণীল: একটি নির্দিষ্ট বস্তুর প্রতি ইচ্ছা সত্ত্বেও প্রাকৃতিক নিয়মে বেশিঞ্জন মনোযোগ দেওয়া যায় না, মনোযোগ পার্শ্ববর্তী অন্য বন্ধুতে হলে যায়। একে মনোযোগের সন্ত্রারণশীলতা (oscillation of attention) বলে। পরীক্ষায় দেখা গেছে, গড়ে দুই সেকেন্ড অন্তর এটি ঘটে। ট্যারিসটোস্কোপ (Tachistoscope) যন্ত্রের সাহায্যে এটি পরিমাপ করা যায়। [5] চন্দ্রল: কোনো বন্ধুর প্রতি গভীর মনোযোগ দেওয়ার সময় দেখা যায়, কিন্তু সময় অন্ডর মনোযোগ অন্যত্র চলে যায়, আবার তা ফিরে আসে। মনোযো…