প্রেষনার সংজ্ঞা দাও। শিক্ষার্থীর মধ্যে বিখনের প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো।

Alborigato
প্রেষনার সংজ্ঞা দাও। শিক্ষার্থীর মধ্যে বিখনের প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। প্রেষণার সাজা পৃষ্ঠা নং 22-এর বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক। নং প্রশ্নের উত্তরের 'প্রেষণার সংজ্ঞা' শীর্ষক অংশ দ্যাখো।  শিক্ষার্থী মধ্যে শিখণের প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা শিক্ষার্থীকে আধুনিক সমাজজীবন যাপনের উপযোগী বিভিন্ন বিষয় শেখাতে হলে, তার মধ্যে সমাজের প্রয়োজন অনুযায়ী নানা ধরনের বিষয় শিখনের প্রেষণা সৃষ্টি করতে হবে। এই প্রেষণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের একটি গুরুবপূর্ণ ভূমিকা লক্ষ করা যায়। নিম্নলিখিত উপায়গুলি অবলম্বনের দ্বারা একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রেষণার উন্মেষ ঘটাতে পারেন- (1)পুরস্কারের ব্যবস্থা: পুরষ্কার প্রদানের ব্যবস্থা করে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রেষণার উন্মেষ ঘটাতে পারেন। পুরষ্কার বিভিন্ন ধরনের প্রদানের ব্যবস্থা গ্রহণ করলেও ধীরে ধীরে ওই প্রেষণা যাতে শিক্ষার্থীর অন্তর হতে পারে। ছাত্রছাত্রীর মধ্যে প্রাথমিক প্রেষণা সন্ধারের জন্য শিক্ষক পুরস্কার থেকে স্বতঃস্ফূর্তভাবে উৎসারিত হয়, তাকে সেদিকে নজর দিতে হবে। (2) প্রণৎসার ব্যবস্থা: প্রশংসাও এক ধরনের পুরষ্কার। ছাত্রছাত্রীদের কা…

একটি মন্তব্য পোস্ট করুন