ম্যাগলো তাঁর প্রেমণারত্বে ব্যাক্তির চাহিদাকে যে পিরাধিত আকারে প্রকাশ করেছেন, রা টিম-সহ বর্ণনা করো।।
Alborigato
ম্যাগলো তাঁর প্রেমণারত্বে ব্যাক্তির চাহিদাকে যে পিরাধিত আকারে প্রকাশ করেছেন, রা টিম-সহ বর্ণনা করো।। ম্যাগলো তাঁর প্রেমণারত্বে ব্যাক্তির চাহিদাকে যে পিরাধিত আকারে প্রকাশ করেছেন, রা টিম-সহ বর্ণনা করো।। উত্তর ম্যাসলোর চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব ম্যাসলো তাঁর প্রেষণারত্বে বাতির চাহিদাকে একটি পিরামিড আকারে প্রকাশ করেছেন। সেই পিরামিডের বিভিন্ন ভরপুজি হল নিম্নরূপণ- [1] এই পিরামিডের সর্বাপেক্ষা নীচের ধরে রয়েছে অস্থিত্ব রক্ষার চাহিদা বা পারীরবৃগীয় চাহিদা। শারীরবৃতীয় চাহিদার মধ্যে উল্লেখযোগ্য হল খাদ্য, জল, আগ্রহ, ভুষা, তুরা, নিদ্রা ইত্যাদি। [2] পিরামিডে নীচ থেকে দ্বিতীয় গরে রয়েছে নিরাপতার চাহিদা। এই চাহিদা শারীরিক এবং মানসিক উভয় প্রকারের হয়। সুরক্ষা, ওয় থেকে মুক্তি, দিবেগগ্রীণতা, অস্তিত্ব ইত্যাদি নিরাপত্তার চাহিদার [3] পিরামিডে তৃতীয় ভরে রয়েছে অন্তর্ভুক্তির চাহিদা। এই চাহিদার অন্তগত বিষয় হল চালোবাসা, একাত্মতা সৌহাদ্য ইত্যাদি। [4] পিরামিডের চতুর্থ ভরে রয়েছে আত্মপ্রধার চাহিদা। এই চাহিদাটি রুমে সীমিত বন্ধু থেকে বৃহত্তর লক্ষ্য অভিমুখী হয়। কেপোরে এই চাহিদাটি সব থেকে বেশি শক্তিশালী হয়। এই চাহিদাষ্টি ব্যক্তির মধ্যে আত্মনিক্ষরতা এবা স্বাধীনভাবে কাজ করার প্রবণতা বৃদ্ধি করে, যা বাক্তিকে ডবিষাদ কালে সহায়তা করে। […