মনোবিদরা বাক্তির প্রেষণা চালের যেসব কারণ করেছেন, সেগুলি সংক্ষেপে আলোচনা করো।

Alborigato
মনোবিদরা বাক্তির প্রেষণা চালের যেসব কারণ করেছেন, সেগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তর প্রেষণা হ্রাসের কারণ মনোবিদগন প্রেষণা হ্রাসের অনেকগুলি কারণ চিচিত করেছেন। নীচে কে গ্রাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করা হয় [১] উদবেগ: প্রেষণা হ্রাসের অন্যতম কারণ উদবেগ। কোনো বাক্তির। যদি কোনো বিষয়ে উৎবেগ সৃষ্টি হয়, তবে তা ব্যক্তির প্রেষণার ওপর দি প্রভাব বিভার করে। উদ্বেগের ফলে বস্তুক্ষেত্রে প্রেষণা বা প্রেষণক্রিয়া।। [2] বিষয়ের কাঠিন্য: বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষায় দেখা গেছে। কোনো বিষয় খুব কঠিন হয় অথবা খুব সহজ হয়, তাহলেও বারির শিক্ষার্থীর প্রেষণা হ্রাস পায়। [3] উৎসাহ বা আগ্রহ: প্রেষণার সাথে আগ্রহের নিবিড় সম্পর্ক বলেন কোনো বিষয়বস্তুর প্রতি বাক্তির বা শিক্ষার্থীর উৎসাহ বা আগ্রহ কম হলে বিষয়বস্তুর প্রতি তার প্রেষণা হ্রাস পায়। [4] কৌতূহলের আন্ডার: কোনো নির্দিষ্ট বিষয়ে যদি বাত্তির বা শিখ কৌতূহল না থাকে তাহলে সে ওই বিষয়ের প্রতি শিক্ষার্থী অনুৎসাহী। পড়ে। ফলে তার মধ্যে বিষয়ের প্রতি প্রেষণা হ্রাস পায়। [5] অতি-অসহায়ত্ব: মনোবিদরা বিভিন্ন পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে, কোনো শিক্ষার্থী বা বাতি যদি কোনো কাজে ক …

একটি মন্তব্য পোস্ট করুন