কয়েকজন মনোবিজ্ঞানীর ধারণা বিশ্লেষণ করে শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের ক্ষেত্রে প্রেষণার ভূমিকা কী?

Alborigato
কয়েকজন মনোবিজ্ঞানীর ধারণা বিশ্লেষণ করে শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও। শিখনের ক্ষেত্রে প্রেষণার ভূমিকা কী? উত্তর পিষণের কার্যকরী সংজ্ঞা বিভিন্ন মনোবিজ্ঞানী শিখনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তার মধ্যে কয়েকটি পুরুত্বপূর্ণ সংজ্ঞা এখানে উল্লেখ করা হল. শিখণে প্রেষণার ভূমিকা বাজির বা শিক্ষার্থীর শিখনের জেয়ে প্রেষণা প্রবুদ্ধপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি, শিখন হল বাক্তির আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। শিখন যেহেতু উদ্দেশ্যমুখী আপ্ররণ সম্পাদনের প্রক্রিয়া, তাই সেক্ষেত্রে প্রেষণার প্রয়োজন। কারণ যে-কোনো উদ্দেশ্যমুখী কাজের গেয়ে প্রেষণা অপরিহার্য। শিখন প্রক্রিয়ায় প্রেষণা ঠিক কী ভূমিকা পালন করে, তা এখানে উল্লেখ করা হল- [1] উদ্যয় সৃষ্টি: ব্যক্তির যে-কোনো কাজের বা আংরণ সম্পাদনের জন্য সবার আগে সরকার উদ্যম। শ্রেষণা ব্যক্তির মধ্যে সেই উদ্যম সৃষ্টি করে, ব্যক্তিকে কর্মে অবতীর্ণ হওয়ার জন্য শক্তি জোগায়। মূল কথা হল, প্রেষণা বাক্তির অভ্যন্তরীণ উদ্যমকে জাগ্রত করে। [2] আচরণের প্রবণতা নির্ধারণ: শিক্ষার্থীর আচরণের প্রবণতা নির্ধারণে প্রদি প্রেষণার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো শিক্ষার্থীর আচরণ ঠিক এটি করখানি উদ…

একটি মন্তব্য পোস্ট করুন