মনোবিদলদ কীভাবে প্রেষণাকে ব্যাখ্যা করেছেন? প্রেষণা সম্পর্কিত 'ম্যাকসেস্যান্ড ও অক্টকিনসদের সাফল্যলাভের তত্ত্ব' এবং 'ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব' দুষ্ট লেখো। 2+6
মনোবিদলদ কীভাবে প্রেষণাকে ব্যাখ্যা করেছেন? প্রেষণা সম্পর্কিত 'ম্যাকসেস্যান্ড ও অক্টকিনসদের সাফল্যলাভের তত্ত্ব' এবং 'ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব' দুষ্ট লেখো। 2+6 উত্তর প্রেষণা সম্পর্কে মনোবিদদের ব্যাখ্যা [1] চাহিদা ও আচরণ: এই পৃথিবীতে মানুষের চাওয়া-পাওয়ার শেষ নেই। একটি চাহিদাপূরণের সাথে সাথে আর একটি নতুন চাহিদার উন্মেষ হাটে। এইসব চাহিদাপূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের আরোপ করে থাকে। [2] আচরণ ও অভাববোধ : মানুষের প্রত্যেকটি আচরণের পিছনে কোনো-না-কোনো অভাববোধ থাকে। [3] অভাববোধ ও অস্বস্তি: প্রকৃতপক্ষে মানুষ যখন কোনো কিছুর অভাব অনুভব করে, তখন তার মধ্যে এক ধরনের অঙ্গভির সৃষ্টি হয়। এই অস্বস্তি দূর করার জন্যই মানুষ কাজ করে। [4] অভাববোধ ও আকাঙ্ক্ষা: মানুষের প্রতিটি কাজের বা আচরণের পিছনে থাকে দুটি বিষয় একটি হল অভাববোধ এবং অন্যটি হল লক্ষ্যপূরণের আকা [5] প্রেষণা: চাহিদাপূরণের চেষ্টা, অর্থাৎ কাজ বা আচরণ কোনো অভাববোধের দ্বারা নিয়ন্ত্রিত এবং কোনো উদ্দেশ্যসাধনের দিকে পরিচালিত হয়; মনোবিদগণ তাকে প্রেষণা (motivation) আখ্যা দিয়েছেন। প্রেষণার পিছনে যে অভাববোধ থাকে, তা চেতন কিংবা অবচেতন-দুই ধরনের হতে…