জৈবিক প্রেষণার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রধান তিনটি জৈবিক প্রেষণা ও তাদের শারীর- বৃত্তীয় কারণ সম্বন্ধে আলোচনা করো। 2+6

Alborigato
জৈবিক প্রেষণার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রধান তিনটি জৈবিক প্রেষণা ও তাদের শারীর- বৃত্তীয় কারণ সম্বন্ধে আলোচনা করো। 2+6 উত্তর: জৈবিক প্রেষণার বৈশিষ্ট্য: জৈবিক প্রেষণাগুলি জীবনধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি হল- [1] জৈবিক প্রেষণাগুলি মূলত প্রাণীর শারীরিক প্রয়োজন থেকে উদ্ভূত হয়। [2]এই-জাতীয় প্রেষণাগুলি একই গোষ্ঠীভুক্ত সকল প্রাণীর মধ্যে সমানভাবে থাকে। [3] জৈবিক প্রেষণাগুলি প্রাণীর দেহের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে। এর ফলে প্রাণী অস্থিরতা দূরীকরণে অগ্রসর হয়। [4] জৈবিক প্রেষণা দৈহিক ও শারীরবৃত্তীয় বিভিন্ন ক্লিয়ার ডারসাম্য রক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হয়। [5]এই-জাতীয় প্রেষণাগুলি জন্মগত, এগুলি অর্জিত নয়।তিনটি জৈবিক প্রেষণা ও তাদের শারীরবৃত্তীয় কারণ প্রধান তিনটি জৈবিক প্রেষণা হল দুধা, তৃয়া ও যৌন আকাঙ্ক্ষা। নীচে এই তিনটি জৈবিক প্রেষণা ও তাদের শারীরবৃত্তীয় কারণগুলি আলোচনা করা। হল- (1) খুধা (Hunger): প্রত্যেক প্রাণীর মধ্যেই ক্ষুধার তাড়না অনুভূত হয়।খাদ্যগ্রহণের মধ্য দিয়ে ক্ষুধা দূরীভূত হয়। ক্ষুধা প্রেষণার জন্য মূলত পাকস্থলীকে দায়ী করা হয়। পাকস্থলীতে খাদ্যের অভাব দেখা …

একটি মন্তব্য পোস্ট করুন