মনোযোগ বলতে কী বোঝ? এর নির্ধারকগুলি সংঙ্গে আলোচনা করো। 2+4 অথবা, মনোযোগ কাকে বলে? মনোযোগের পর্তগুলি। 2+4

Alborigato
মনোযোগ বলতে কী বোঝ? এর নির্ধারকগুলি সংঙ্গে আলোচনা করো। 2+4 অথবা, মনোযোগ কাকে বলে? মনোযোগের পর্তগুলি। 2+4
মনোযোগ বলতে কী বোঝ? এর নির্ধারকগুলি সংঙ্গে আলোচনা করো। 2+4 অথবা, মনোযোগ কাকে বলে? মনোযোগের পর্তগুলি। 2+4 উত্তর মনোযোগ পৃষ্ঠা নং 33-এর বিশ্লেষণধনী উত্তরভিত্তিক। নং প্রশ্নের উত্তরের মনোতে শীর্ষক আংশ দ্যাখো। মনোযোগের শর্ত বা নির্ধারক মনোযোগের শর্তগুলিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। এখুলি হল [ 1] বন্ধুগত নির্ধারক: বন্ধু বা উদ্দীপকের বৈশিষ্ঠত যখন বারি মনোযোগ আকর্ষণ করে, তখন তাকে বস্তুগত নির্ধারক বলা হয়। এই নিধারক ব্যক্তিনিরপেক্ষ ভূমিকা পালন করে। বস্তুগত নির্ধারকগুলির মধ্যে রয়েছে- i. তীব্রতা: তাঁর আলো, প্রতে শব্দ, গাঢ় রং ইত্যাদি আমাদের মনঃ জোর করে আকর্ষণ করে। ii. বিস্তৃতি: উদ্দীপকের বিস্তৃতি আমাদের মনোযোগকে আকর্ষণ কা অস্বাভাবিক দীর্ঘ বা খব কিংবা বেজায় স্থূলকায় বাস্তির প্র আমাদের মনোযোগ সহজেই চলে যায়। iii. পুনরাবৃত্তি: পুনরাবৃত্তি মনোযোগের অন্যতম বস্তুগত নির্ধারণ 'সাহায্য করো' কথাটি একবার উচ্চারিত হলে, আমরা মনোয়ে দিতে নাও পারি, কিন্তু ওই কথাটি বারবার উচ্চারিত হলে আম মনোযোগ না দিয়ে পারি না। iv. অভিনবত্ব: অভিনব কোনো বস্তুর প্রতি আমাদের অনোযোগ আকর্ষিত হয়। যেমন নতুন ধরনের পোশাক পরা বাতি সহজেই আম…

একটি মন্তব্য পোস্ট করুন