ওয়াকার বায়ু সঞ্চালন(Walker Air Circulation)
ওয়াকার বায়ু সঞ্চালন(Walker Air Circulation) দ্রাঘিমা বরাবর বায়ু সঞ্চালনে হ্যাডলি বায়ু সঞ্চালন কোশ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি অক্ষাংশ বরাবর বায়ু সঞ্চালনে ওয়াকার বায়ু সঞ্চালন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্বু স্থলভাগ ও জলভাগের ওপর বায়ু উত্তপ্ত হয়ে ওপরের দিকে ওঠে। অপরদিকে শীতল স্থলভাগ ও জলভাগের উপর বায়ু শীতল হয়ে নীচের দিকে নামে। এ কারণে উদ্বুমণ্ডলে পূর্ব ও পশ্চিমের মধ্যে। (অক্ষাংশ বরাবর) বায়ুচাপের অনুভূমিক চাল সৃষ্টি হয়। ফলে উদ্বুমণ্ডলে পূর্ব-পশ্চিমে বায়ু সঞ্চালনের সৃষ্টি হয়। স্যার গিলবার্ট ওয়াকার 1922-23 সালে এটি আবিষ্কার করেন বলে তাঁর নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে ওয়াকার সঞ্চালন (Walker circulation)। ওয়াকার সঞ্চালন অনুসারে এর দুটি পর্যায় দেখা যায়। এগুলি হল (1) সক্রিয় বা সতেজ অবস্থা এবং (2) নিস্তেজ বা নিষ্ক্রিয় অবস্থা। সক্রিয় বা সতেজ অবস্থা (High phase): সক্রিয় অবস্থায় পূর্ব-পশ্চিমে চারটি সঞ্চালন কোষের সৃষ্টি হয়-(a) মধ্য আমাজন, মধ্য আফ্রিকা এবং ভারত থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অঞ্চলে ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ সৃষ্টি হওয়ার জন্য এই অঞ্চলে বৃষ্টিপাতের আধিকা দেখা যায়। (৮) …