ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম(Tropical Rain Forest Biome)
ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম(Tropical Rain Forest Biome) অক্ষাংশগত অবস্থান ও বিস্তার (Location) নিরক্ষরেখার উভয় পার্শ্বে 10° অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত স্থান সারাবছর নিয়মিত প্রচণ্ড বৃষ্টিপাত ও সূর্যরশ্মির লম্ব কিরণের দখুন চিরহরিৎ উদ্ভিদরাজির সৃষ্টি হয়েছে। এই অঞ্চল ক্রান্তীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য বায়োম নামে পরিচিত, যা বিপুল জীববৈচিত্রা সৃষ্টি করে কাম্য পরিবেশ সৃষ্টি করে। এই বায়োমকে অপটিমাম বায়োম (optimum biome) বা আদর্শ বায়োম বলা হয়। দক্ষিণ আমেরিকার আমাজন, আফ্রিকার কঙ্গো অববাহিকা, গিনি ও মাদাগাস্কার পূর্ব উপকূল, উত্তর পূর্ব হিমালয়ের ইন্দোচিন, ফিলিপাইন, ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্বাংশ, জাভা, বোর্নিও, সুমাত্রা, নিউগিনি, ফিজি, ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব চাল, উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল এবং শ্রীলঙ্কার দক্ষিণাংশে এই বনভূমি বিস্তৃত। তবে মেক্সিকোর ভেরা ব্রুক অঞ্চলেও এর বিস্তার রয়েছে। জলবায়ু (Climate) 1. উদ্বুতা (Temperature): এই অঞ্চল সারাবাছরই লম্ব সূর্যকিরণ প্রাপ্ত হয়। সর্বোচ্চ উদ্বৃতা 30°C এবং দৈনিক উদ্বুতার প্রসর ১০-10°C, বার্ষিক উদ্বুতার প্রসর 1°C, গড় বার্ষিক উদ্বৃতা প্রায় 20°C পর্যন্ত হ…