ক্রান্তীয় ঘূর্ণিঝড়(Tropical Cyclone)
ক্রান্তীয় ঘূর্ণিঝড়(Tropical Cyclone) সংজ্ঞা ও অবস্থান (Definition & Location) নিরক্ষরেখার উভয় দিকে 23 1° উত্তর থেকে 23 * দক্ষিণ অক্ষরেখার মধ্যের সমুদ্রে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ক্রান্তীয় ঘূর্ণিঝড় 2 নামে পরিচিত। এই ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রচন্ড বাতাস, প্রবলবৃষ্টি ও সামুদ্রিক জলোচ্ছ্বাস দেখা যায়। এই ঝড়ের উৎপত্তি সমুদ্রে তবে তা উপকূলের দিকে যাত্রা করে এবং স্বভাগে প্রবেশ করলে এর দাপট কমে যায়। ভারতসহ দক্ষিণ এশিয়ার উপকূলভাগ, চিন ও জাপানের উপকূলভাগ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ইত্যাদি অঞ্চলে এই বিপর্যয় নিয়মিতভাবে দেখা যায়। পৃথিবীর বিভিন্ন অংশে এই ঘূর্ণিঝড় বিভিন্ন নামে পরিচিত। চিন সাহরে টাইফুন, বঙ্গোপসাগর ও আরব সাগরে সাইক্লোন, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ সংলগ্ন আটলান্টিক সমুদ্রে হ্যারিকেন নামে পরিচিত। সামুদ্রিক ঘূর্ণিঝড়ের বেগ থাকে গড়ে ঘণ্টায় 300 কিলোমিটার। সমুদ্রের জল ফুলেফেঁপে ৪ মিটার পর্যন্ত ওঠে। সঙ্গে থাকে প্রবল বর্ষণ। উপকূলে চলে ঝড়ের তাণ্ডব। কখনো-কখনো খুব অল্প স্বভাগে একধরনের তীব্র ঝড় লক্ষ করা যায়। একে টর্নেডো (tornedo) বলে। এটি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট মাত্র স্থায়ী হয়। তাতেই সব লণ্ডভণ্ড করে বেরিয়ে…