ক্রান্তীয় ঘূর্ণিঝড়(Tropical Cyclone)

Alborigato
ক্রান্তীয় ঘূর্ণিঝড়(Tropical Cyclone) সংজ্ঞা ও অবস্থান (Definition & Location) নিরক্ষরেখার উভয় দিকে 23 1° উত্তর থেকে 23 * দক্ষিণ অক্ষরেখার মধ্যের সমুদ্রে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ক্রান্তীয় ঘূর্ণিঝড় 2 নামে পরিচিত। এই ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রচন্ড বাতাস, প্রবলবৃষ্টি ও সামুদ্রিক জলোচ্ছ্বাস দেখা যায়। এই ঝড়ের উৎপত্তি সমুদ্রে তবে তা উপকূলের দিকে যাত্রা করে এবং স্বভাগে প্রবেশ করলে এর দাপট কমে যায়। ভারতসহ দক্ষিণ এশিয়ার উপকূলভাগ, চিন ও জাপানের উপকূলভাগ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ইত্যাদি অঞ্চলে এই বিপর্যয় নিয়মিতভাবে দেখা যায়। পৃথিবীর বিভিন্ন অংশে এই ঘূর্ণিঝড় বিভিন্ন নামে পরিচিত। চিন সাহরে টাইফুন, বঙ্গোপসাগর ও আরব সাগরে সাইক্লোন, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ সংলগ্ন আটলান্টিক সমুদ্রে হ্যারিকেন নামে পরিচিত। সামুদ্রিক ঘূর্ণিঝড়ের বেগ থাকে গড়ে ঘণ্টায় 300 কিলোমিটার। সমুদ্রের জল ফুলেফেঁপে ৪ মিটার পর্যন্ত ওঠে। সঙ্গে থাকে প্রবল বর্ষণ। উপকূলে চলে ঝড়ের তাণ্ডব। কখনো-কখনো খুব অল্প স্বভাগে একধরনের তীব্র ঝড় লক্ষ করা যায়। একে টর্নেডো (tornedo) বলে। এটি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট মাত্র স্থায়ী হয়। তাতেই সব লণ্ডভণ্ড করে বেরিয়ে…

একটি মন্তব্য পোস্ট করুন