দক্ষিণি দোলন(Southern Oscillation)

Alborigato
দক্ষিণি দোলন(Southern Oscillation) ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র স্রোত এবং বায়ুমন্ডলের নিম্নস্তরের বায়ুপ্রবাহের মধ্যে এক গভীর সম্পর্ক বিদ্যমান। বর্তমানে স্যাটেলাইট ইমাজারি (Satelite imagery) এবং আরো অন্যান্য গবেষণায় ক্রান্তীয় অঞ্চলে নানাবিধ বায়ুমণ্ডলীয় ঘটনাবলি গভীর ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। এই ঘটনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এল-নিনো (EI-Nino) এবং দক্ষিণি দোলন (South-ern Oscillation) এই দুটি ঘটনাকে একত্রে বলা হয় এনসো (ENSO) এক্ষেত্রে EN হল এল-নিনো এবং SOI হল দক্ষিণি দোলন। 1920 সালে Sir Gilbert Walker দক্ষিণি দোলন (Southern Oscillation) শব্দটি ব্যবহার করেন। দক্ষিণি দোলন (Southern Oscillation): দক্ষিণ গোলার্ধে বিভিন্ন স্থানে খরা, বন্যা, ঝড়-ঝঞ্ঝা ইত্যাদি বিভিন্ন ধরনের জলবায়ুগত দুর্যোগ সৃষ্টিতে ENSO ঘটনাবলির প্রভাব অপরিসীম। ENSO ঘটনার প্রভাবে জলবায়ু স্বাভাবিকের তুলনায় কোথাও আর্দ্র আবার কোথাও শুষ্ক প্রকৃতির হয়। ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব ও পশ্চিম উপকূলে সাধারণত উদ্বুতা ও বায়ুচাপের বৈপরীত্য লক্ষ করা যায়। এই দুই অঞ্চলে উন্নতার হ্রাস বৃদ্ধি জনিত কারণে বায়ুচাপের অস্বাভাবিক পরিবর্তন…

একটি মন্তব্য পোস্ট করুন