মাটি গঠনের প্রক্রিয়াসমূহ( Soil Pedogenic Processes)

Alborigato
মাটি গঠনের প্রক্রিয়াসমূহ( Soil Pedogenic Processes) আবহবিকারের দ্বারা ভূত্বকের উপরিভাগে কঠিন শিলাচূর্ণকে রেগোলিখ (regolith) বলে। এই শিলাচূর্ণগুলি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল প্রক্রিয়ার দ্বারা পরিবর্তিত হয়ে মাটিতে পরিগণিত হয়। এই বিভিন্ন জটিল প্রক্রিয়াগুলিকে মাটি বিজ্ঞানী সাইমনসন (Simonson, 1959) মাটি উৎপাদনের প্রক্রিয়া বলে চিহ্নিত করেন। এই প্রক্রিয়াগুলি মাটি গঠনকারী প্রক্রিয়া বা প্রাথমিক প্রক্রিয়া নামে পরিচিত এবং এই প্রক্রিয়াগুলিকে প্রধানত এটি ভাগে ভাগ করা যায়। সেগুলি নীচে আলোচনা করা হল: 1. সংযোজন (Addition): মাটি গঠনের বিভিন্ন প্রক্রিয়াগুলির মধ্যে সংযোজন একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সংযোজনের অর্থ মাটির মধ্যে নানান পদার্থের সংযোজন ঘটে। এই পদ্ধতিতে মাটিতে জল, জৈব পদার্থ ও খনিজ পদার্থ সংযোজিত হয়। উদাহরণস্বরূপ বলা যায় সুক্ষ্ম খনিজকণা, পলল প্রভৃতি উচ্চস্থান থেকে ভূআস্তরণ, জলপ্রবাহ, নদীর প্লাবন প্রবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা পরিবাহিত হয়ে নিম্ন সমভূমিতে সঞ্চিত হলে মাটির সংযোজন সম্পাদিত হয়। 2. অপসারণ (Removal): মাটি গঠনের অপর এক উল্লেখযোগ্য প্রক্রিয়া হল মাটিতে অবস্থিত পদার্থসমূহের অপসা…

একটি মন্তব্য পোস্ট করুন