পডজল মাটি(Podsol Soil)

Alborigato
পডজল মাটি(Podsol Soil) উৎপত্তি (Origin) পণ্ডসল (Podsol) দুটি বুশীয় শব্দ 'Pod'-এর অর্থ নিম্নে এবং 'Zola'-এর অর্থ ছাই বর্ণের। মাটি বিজ্ঞানে আগে এই নামে ব্যবহৃত হত। মাটি ট্যাক্সনমি শ্রেণিবিভাগে 'স্পডোসল' (spodosol) নামটি পরিবর্তিত হয়েছে। এই নামটির অনুরূপ অর্থ অর্থাৎ গ্রিক শব্দ Spodos থেকে উৎপন্ন। যার অর্থ কাঠের ছাই। এই মাটি সমগ্র পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মাটি। যে মাটির এ স্তর নিঃসৃত স্তর এবং ৪ স্তরে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড ও হিউমাস জমা হয়েছে তাকে পডসল বা পড়জল মাটি বলে। প্রধানত সুমেরু এবং শীতল নাতিশীতোয় জলবায়ু বলয়ের মধ্যবর্তী স্থানে এই মাটি অবস্থান করে। পৃথিবীর অন্যান্য মাটির তুলনায় এই মাটি বেশি স্থান জুড়ে অধিকার করে রয়েছে। এই মাটি উৎপত্তিতে যেসব উপাদান সহায়তা করে, সেগুলি সম্বন্দ্বে আলোচনা করা হল- 1. মূল উপাদান (Main Components): এই মাটি গঠনে মূলত মাঝারি হতে মোটা বুননের শিথিল পলি হিমবাহের সঞ্চয়, বালিয়াড়ির বালি সঞ্চয় থেকে পডজল মাটির উৎপত্তি। এই মাটির মূল উপাদানে প্রচুর পরিমাণে নুড়ি ও পাথরের খন্ড দেখা যায়। সেই সঙ্গে এর মূল উপাদানে অধিক মাত্রায় কোয়ার্টজ (q…

একটি মন্তব্য পোস্ট করুন