উদ্ভিদের শ্রেণিবিভাগ(Plant Types)

Alborigato
উদ্ভিদের শ্রেণিবিভাগ(Plant Types) মাটিতে অবস্থিত জলের পরিমাণ এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে বিজ্ঞানী ই. ওয়ার্মিং (E. Warming) 1909 সালে সমগ্র উদ্ভিদকুলকে ৪টি প্রধান ভাগে ভাগ করেছেন। যথা- 1. জলজ উদ্ভিদ (Hydrophytes): জলজ পরিবেশে এই উদ্ভিদ জন্মায়, যেমন-হাইড্রিলা (Hydrilla), কচুরিপানা (Eichhornia) ইত্যাদি। 2. হেলোফাইট (Helophytes): এরা সাধারণত আর্দ্রভূমিতে (marshy land) জন্মায়। যেমন-মার্সিলিসা (Marsilea), টাইফা (Typha) ইত্যাদি। 3. মেসোফাইট (Mesophytes) জলের পরিমাণ স্বাভাবিক এরূপ মাটিতে যে উদ্ভদ জন্মায় তারাই মেসোফাইট উদ্ভিদ, যেমন-আম (Mangifera indica), জাম Syzygium) ইত্যাদি। 4. হ্যালোফাইট (Halophytes): এই শ্রেণির উদ্ভিদ সাধারণত লবণাক্ত মৃত্তিকায় জন্মায়। যেমন-গরান (Ceriops raxburghiana), সুন্দরী (Souneratia apetala) ইত্যাদি। 5. অক্সিফোলাইট (Oxylophytes): যে সব উদ্ভিদ অম্লযুক্ত মাটিতে জন্মায় তাদের অক্সিফোলাইট বলে। যেমন Puroplesaxifrage (Saxifraga oppositifolia) 6. সাইক্রোফাইট (Psychrophytes) যে সব উদ্ভিদ ঠান্ডা তুষারাবৃত মৃত্তিকায় জন্মায় তারা এই নামে পরিচিত। যেমন Snow algae! 7. লিখোফাইট (Lith…

একটি মন্তব্য পোস্ট করুন